(বাঁ দিকে) থেকে ইউসুফ পাঠান। নির্মল সাহা (ডান দিকে)। —নিজস্ব চিত্র।
চতুর্থ দফা লোকসভা নির্বাচনে বাংলার ‘নজরকাড়া’ কেন্দ্র মুর্শিদাবাদের বহরমপুর। সোমবার ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান মনোনয়নপত্র জমা দিলেন জেলাশাসকের দফতরে। প্রায় একই সময়ে বিজেপি প্রার্থী নির্মল সাহাও মনোনয়ন জমা দিতে যান। দুই প্রার্থী মুখোমুখি হতেই একে অন্যকে শুভেচ্ছা জানালেন। প্রাক্তন ক্রিকেটার ভোটযুদ্ধে নামার আগে কুশল বিনিময় করেন প্রতিদ্বন্দ্বী চিকিৎসক প্রার্থীর সঙ্গে। মুখোমুখি না হলেও দুই প্রার্থীই আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলেন কংগ্রেস প্রার্থী তথা বহরমপুরের পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরীকে।
সোমবার দুপুর ১টা নাগাদ টেক্সটাইল মোড়ের জেলা তৃণমূল কার্যালয় থেকে মিছিল করে মুর্শিদাবাদ জেলাশাসকের অফিসের দিকে রওনা দেন তৃণমূল প্রার্থী পাঠান। প্রায় একই সময়ে বিজেপির বহরমপুর সদর দফতর থেকে বর্ণাঢ্য মিছিল করে নির্মল জেলাশাসকের অফিসে মনোনয়ন জমা দিতে যান। মনোনয়ন জমা দেওয়ার সময়ে দু’জনের দেখা হতেই একে অপরকে শুভেচ্ছা জানান। স্বল্প বাক্যে একে অপরের প্রশংসাও করেন।
পাঠানের মনোনয়নকে কেন্দ্র করে ত্রিস্তর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল প্রশাসনিক ভবন। বিজেপির চিকিৎসক প্রার্থী নির্মল ঢোকার পর ভিড় বেড়ে যায় আরও বেশি। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে তৃণমূল প্রার্থী পাঠান বলেন, ‘‘তিনি (নির্মল সাহা) আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমিও তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। উনি আমার খেলারও প্রশংসা করেছেন।’’ বিজেপি প্রার্থী নির্মল বলেন, ‘‘মানুষ যাঁর পক্ষে রায় দেবেন, তিনি নির্বাচিত হবেন। তাই বলে একে অপরকে কলুষিত করার কিছু নেই। পাঠান আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমিও শুভেচ্ছা জানিয়েছি ওঁকে।’’ আবার দেখা না হলেও দু’জনের অন্যতম প্রতিপক্ষ কংগ্রেস প্রার্থীকেও শুভেচ্ছা জানিয়েছেন দু’জনেই।