(বাঁ দিকে) নীতীশ এবং তেজস্বী (ডান দিকে)। — ফাইল চিত্র।
চার মাস আগেই বিহারে ভেঙে গিয়েছে ‘চাচা-ভাতিজা’র রাজনৈতিক সমীকরণ। আরজেডি-কংগ্রেস-রামেদের ‘মহাগঠবন্ধন’ ছেড়ে আবার বিজেপি শিবিরে শামিল হয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কিন্তু জেডিইউ প্রধান সেখানেও ‘সুখী নন’ বলে দাবি করলেন ‘ভাতিজা’ তেজস্বী যাদব। আরজেডি প্রধান লালুপ্রসাদের পুত্র তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর দাবি, লোকসভা ভোটের ফল
প্রকাশের পরে সে রাজ্যের রাজনীতিতে বড় চমক রয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী বুধবার বলেন, ‘‘কয়েক দিন আগেই আমি বলেছিলাম, বিহার সরকারে সব কিছু ঠিকঠাক চলছে না। লোকসভা ভোটের পর বড় চমক অপেক্ষা করছে। লক্ষ করে দেখুন তার পর থেকে চাচা (নীতীশ) আর প্রচারে বেরোননি।’’ নীতীশের অনুপস্থিতিতে বিহারের রাজ্যপাল রাজেন্দ্র অরলেকর সে রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন বলেও তেজস্বীর দাবি। তার পরেই তাঁর মন্তব্য, ‘‘এ সব দেখে আমার মনে হচ্ছে ৪ জুনের পরে আপনারা বড় কোনও ঘটনার সাক্ষী হতে চলেছেন।’’
লোকসভা ভোটের প্রচারে বিজেপি এবং জেডিইউ নেতাদের মধ্যে কোনও সমন্বয় দেখা যায়নি বলেও দাবি করেন তেজস্বী। সেই সঙ্গে মনে করিয়ে দেন, বিজেপির অন্য সহযোগীরা বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনোনয়ন পেশের দিন হাজির থাকলেও নীতীশ ছিলেন ব্যতিক্রম। বস্তুত, অসুস্থতার কারণ জানিয়ে এ বারের লোকসভা ভোটে বিজেপির সঙ্গে সে ভাবে যৌথ প্রচারে অংশ নেননি নীতীশ। নিজের দলের প্রার্থীদের প্রচারের জন্যেই বেশি সময় ব্যয় করেছেন। তেজস্বীর মতে যা ‘ইঙ্গিতবাহী’। সেই লালু-পুত্রের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘‘লোকসভা ভোটের পর অনেক খেলাই বাকি রয়েছে। নিশ্চিত থাকুন, সরকার গড়বে ‘ইন্ডিয়া’।’’