ঘটনাস্থলে উপস্থিত হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। — নিজস্ব চিত্র।
ভোটের আগের রাতে তৃণমূল-সিপিএমের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হাওড়া। উত্তর হাওড়ার ত্রিপুরা রায় লেনে সিপিএমের এরিয়া কমিটির অফিসে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ১০টা নাগাদ পার্টি অফিসে নির্বাচন সংক্রান্ত কাজ করছিলেন সিপিএমের কর্মীরা। তাঁদের দাবি, তখনই তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী সেখানে হামলা চালান। তাঁদের আরও অভিযোগ, এই হামলার কিছু ক্ষণ পরেই উত্তর হাওড়ার বিধায়ক দলবল নিয়ে এসে সেখানে ফের হুমকি দিয়ে যান। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ। আসেন কেন্দ্রীয় বাহিনীর কয়েক জন জওয়ানও। এই ঘটনার পরে রাতেই সেখানে ছুটে আসেন হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। একটি অভিযোগও দায়ের করা হয়েছে স্থানীয় থানায়। যদিও গোটা ঘটনায় রবিবার রাত পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, সোমবারই ভোট রয়েছে হাওড়ায়। তার আগে এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।