Lok Sabha Election 2024

মিরাট ছেড়ে মুম্বইয়ে ‘রাম’, কটাক্ষ কংগ্রেসের

কংগ্রেসের আরও দাবি, মিরাটের সমস্যাগুলিই জানেন না অরুণ। এর প্রমাণ হিসেবে প্রচারের সময়ে দেওয়া অরুণের একটি সাক্ষাৎকারকে হাতিয়ার করেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ০৮:১৭
Share:

অরুণ গোভিল। —ফাইল চিত্র।

প্রচারের সময়ের কুর্তা-পাজামার স্থানে এসেছে শার্ট-ট্রাউজ়ার্স। নেই বিজেপির উত্তরীয়। স্যান্ডালের বদলে ফিরেছে জুতো। ভোট শেষের পরেই এই বেশে মুম্বই ফিরে গিয়েছেন ‘রাম’। অর্থাৎ রামায়ণ ধারাবাহিকে রামের চরিত্রাভিনেতা তথা উত্তরপ্রদেশের মিরাট কেন্দ্রের প্রার্থী অরুণ গোভিল। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করে কংগ্রেসের কটাক্ষ, এটা হল ‘প্যারাশুটে করে নামিয়ে দেওয়া রাজনীতিক’-এর উৎকৃষ্ট উদাহরণ। প্রায় সঙ্গে সঙ্গেই অবশ্য ব্যাখ্যা দিয়েছেন অরুণ।

Advertisement

মিরাট থেকে মুম্বই রওনা হওয়ার আগে তোলা অরুণের একটি ছবি পোস্ট করে উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রদেশ সভাপতি অজয় রাই বলেন, ‘‘জানা গিয়েছে মিরাটের বিজেপি প্রার্থী অরুণ গোভিল ভোটের পরের দিনই মুম্বই রওনা হয়েছেন। তাঁর বোধহয় কেন্দ্রের বাসিন্দাদের সঙ্গে থাকতে সমস্যা হচ্ছিল।’’

সঙ্গে সঙ্গেই সমাজমাধ্যমে ব্যাখ্যা দেন অরুণ। মিরাটের ভোটারদের প্রতি বার্তায় তাঁর দাবি, ২৪ মার্চ অর্থাৎ হোলির দিনে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করে বিজেপি। তিনি ২৬ মার্চ মিরাটে পৌঁছন। এক মাস তিনি সেখানেই থেকে প্রচার করেছেন। স্থানীয় মানুষের সমর্থন, ভালবাসা পেয়ে তিনি অত্যন্ত কৃতজ্ঞ। অরুণের দাবি, ‘‘দলের নির্দেশেই আমি মুম্বইয়ে ফিরেছি। দল আমাকে অন্য এলাকায় প্রচারে পাঠাতে চায়। সে কাজ শেষ করে ফের মিরাটে ফিরব।’’

Advertisement

কংগ্রেসের আরও দাবি, মিরাটের সমস্যাগুলিই জানেন না অরুণ। এর প্রমাণ হিসেবে প্রচারের সময়ে দেওয়া অরুণের একটি সাক্ষাৎকারকে হাতিয়ার করেছেন তিনি। প্রচারের সময়ে এক সাংবাদিক মিরাটের সমস্যা নিয়ে বিজেপি প্রার্থীকে প্রশ্ন করেছিলেন। জবাবে অরুণ জানান, সেখানে কী ধরনের সমস্যা আছে তা তিনি ঠিক জানেন না। তবে সাধারণত সড়ক, বিদ্যুৎ, জল, শিক্ষা, চাকরি ও স্বাস্থ্যের সমস্যাতেই ভোগেন মানুষ। মিরাটের সমস্যা সকলে মিলে সমাধান করার চেষ্টা করা হবে। এর পরে ওই সাংবাদিক জানতে চান, তিনি কি মিরাটের সমস্যা জানার সময় পাননি? জবাবে দৃশ্যতই ক্ষুব্ধ অরুণ বলেন, ‘‘বিষয়টা সমস্যা জানার নয়। আপনি আমাকে অন্য পথে নিয়ে যাচ্ছেন।’’ এর পরেই নমস্কার করে সাক্ষাৎকার শেষ করেন তিনি। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, সেলিব্রিটি হিসেবে
তাঁর পরিচয়কে বিজেপি কাজে লাগানোর চেষ্টা করছে বলে তিনি মনে করেন না। কারণ, মিরাট কেন্দ্রে অনেক কাজ করা হয়েছে।

অজয় রাইয়ের দাবি, এটাই হল বিজেপি নেতাদের পরিচয়। তাঁরা মানুষের সমস্যা নিয়ে মাথা ঘামাতে আদৌ রাজি নন। সংবাদ সংস্থা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement