রাহুল গান্ধী। ছবি: রয়টার্স।
মা সনিয়া গান্ধীর নজির ভাঙলেন রায়বরেলীর কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। বিজেপি প্রার্থী দীনেশপ্রতাপ সিংহকে তিন লক্ষ ৯০ হাজার ৩০ ভোটের ব্যবধানে হারালেন রাহুল। অপর কেন্দ্র কেরলের ওয়োড়েও বিপুল ভোটে জয়লাভ করেছেন রাহুল। ওয়েনাড়ে বিজেপি প্রার্থীকে সুরেন্দ্রনকে তিন লক্ষ ৬৬ হাজার ৪২২ ভোটে হারিয়েছেন রাহুল। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে রায়বরেলীতে সনিয়ার প্রতিদ্বন্দ্বী ছিলেন দীনেশপ্রতাপ।
২০০৪ সাল থেকে উত্তরপ্রদেশের রায়বরেলী আসনে জয় পেয়ে আসছেন সনিয়া। ২০১৯ সালে তিনি ১ লক্ষ ৬৭ হাজার ভোটে জিতেছিলেন দীনেশের বিরুদ্ধে। ২০২৪-এর লোকসভা ভোটের আগে রাজ্যসভায় গিয়েছেন সনিয়া। কংগ্রেসের তরফে জানানো হয়, লোকসভা ভোটে আর লড়াই করবেন না তিনি। তার পরেই ওই আসনে লড়াই করেন রাহুল এবং কংগ্রেসের জয়ের ধারা বজায় রাখলেন।
২০১৯ সালে উত্তরপ্রদেশের অমেঠী আসনে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন রাহুল। তবে কেরলের ওয়েনাড় থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন। ওয়েনাড়ে সাত লক্ষ ছ’হাজার ৩৬৭ ভোটে জিতেছিলেন রাহুল। এ বারও ওয়েনাড় কেন্দ্রে লড়াই করেছেন তিনি। এ বারে প্রাপ্ত ভোটের সংখ্যা বেশ খানিকটা কম। তাঁর প্রাপ্য ভোট তিন লক্ষ ৬৬ হাজার ৪২২ ভোটে হারিয়েছেন রাহুল।