PM Narendra Modi

তৃণমূলের চোখে দেশের লোকেরাই বহিরাগত কিন্তু অনুপ্রবেশকারীরা তা নয়, হাওড়ায় আক্রমণ মোদীর

রবিবার সাঁকরাইলে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে শেষ জনসভা করেন মোদী। সেখানে জানান, এক সময় হাওড়ায় কারখানা ছিল। শিল্প ছিল। কিন্তু আগে বাম, পরে তৃণমূল সব শিল্প বন্ধ করে দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৫:৫২
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: ফেসবুক থেকে।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৬:৩৬ key status

‘২০ মে শুধু সরকার নয়, বাংলার ভবিষ্যতেরও নির্বাচন’

নরেন্দ্র মোদী বলেন, ‘‘আপনারা শুধু সরকার নির্বাচন করবেন না, বাংলার ভবিষ্যৎ, বাংলার সুরক্ষা নির্বাচন করবেন। অনেক বড় দায়িত্ব। হাওড়া থেকে রথীন চক্রবর্তী এবং উলুবেড়িয়া থেকে উদয় পাল চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। তাঁদের ভোট দিন।’’ এর পর ‘বন্দে মাতরম’ বলে সভা শেষ করেন মোদী।

শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৬:২৯ key status

হাওড়ার উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরলেন মোদী

মোদী বলেন, ‘‘বিকশিত ভারতের প্রতিশ্রুতি এক মাত্র বিজেপি পূরণ করতে পারে। আজ আমরা বাংলায় বিশ্বমানের পরিকাঠামো আনছি। হাওড়ায় জলের নীচ দিয়ে মেট্রো চালু। আগে পশ্চিমবঙ্গের জন্য ৪ হাজার কোটি টাকার রেল বাজেট বরাদ্দ করা হত। আমাদের সরকার ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করে। আমরা শালিমার এবং সাঁতরাগাছি স্টেশনকে বিশ্বমানের তৈরি করছি। এটা করেছে মোদী সরকার। হাওড়া সেতুতে লাইট অ্যান্ড সাউন্ড করার পরিকল্পনা করেছি। আজ পর্যটকদের তা আকর্ষণ করছে।’’

Advertisement
শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৬:২৫ key status

নাম না করে রাহুলকে খোঁচা

মোদী বলেন, ‘‘তোষণের রাজনীতিতে তৃণমূল এবং কংগ্রেস পাল্লা দিচ্ছে। কংগ্রেসের শাহজাদা দেশে সকলের সম্পত্তি পরখ করতে চান। আপনাদের সম্পত্তি, জমি সব খতিয়ে দেখতে চান। তার পর তা তাঁদের মধ্যে বিলি করতে চান, যাঁরা ইন্ডি-জোটের হয়ে ভোট জিহাদ করেন। আপনাদের সম্পত্তি ছিনিয়ে নিতে চান। বলছে ইনহেরিটেন্স কর আনতে চায়। কংগ্রেস তফসিলি জাতি, জনজাতি, অনগ্রসর শ্রেণির সংরক্ষণও মুসলিমদের দিতে চায়। এ সব লোককে সংসদে পাঠানো উচিত? তাঁদের জমানত জব্দ করা উচিত নয় কি?’’

শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৬:২১ key status

মোদীর মুখে সন্দেশখালি প্রসঙ্গ

মোদী বলেন, ‘‘আজ তৃণমূল সরকারের আমলে আমাদের বোনেরা সুরক্ষিত নন। মহিলা অত্যাচারিত। সন্দেশখালিতে কী হয়েছে, গোটা দেশ দেখেছে। মেয়েদের উপর অত্যাচারীকে বাঁচাতে নেমে পড়েছে তৃণমূলের গোটা দল। কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। কিন্তু তৃণমূল এখনও ওঁর জন্য ব্যাটিং করছে।’’

Advertising
Advertising
শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৬:১৯ key status

সংখ্যালঘু তোষণ করছে তৃণমূল: মোদী

মোদী বলেন, ‘‘কংগ্রেস এবং তৃণমূল বাংলার পরিচিতি সঙ্কটে ফেলে দিয়েছে। অনেক এলাকায় এখানকার লোক অল্পসংখ্যক হয়ে গিয়েছে। তৃণমূলের বিধায়কেরা হিন্দুদের হুমকি দিচ্ছেন। বলছেন, এখানে হিন্দুর সংখ্যা কম। আমরা হিন্দুদের ভাগীরথীতে ডুবিয়ে দেব। তৃণমূল তাঁদেরও রক্ষা করে। তোষণের এই অমানবিক চেহারা কমই দেখা যায়।’’ 

শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৬:১৫ key status

‘তৃণমূল শুধু অনুপ্রবেশকারীদের হিত চায়’

মোদী বলেন, ‘‘গরিবদের অধিকার ছিনিয়ে নিচ্ছে তৃণমূল। তাদের ২০ মে সাজা দেবেন তো? তুলে ফেলে দেবেন তো?  তৃণমূল আপনাদের হিত চায় না। ওরা শুধু অনুপ্রবেশকারীদের হিতসাধন করতে চায়। এরা ভারতের লোককে বহিরাগত বলে। অথচ অন্য দেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বাংলায় কব্জা করতে দেয়। এরা কি বহিরাগত নয়? এরা বাংলার জন্য বিপদ নয় কি?’’

শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৬:১২ key status

‘রাজনৈতিক ফায়দার জন্য বঙ্গবাসীকে জলকষ্ট দিচ্ছে তৃণমূল’

মোদী বলেন, ‘‘তৃণমূল তাঁদেরই টাকা দেয়, যাঁরা ওই দলের সঙ্গে যুক্ত বা তাদের কাটমানি দেয়। গরিবদের কেন্দ্রীয় যোজনার সুবিধা পেতে দেয় না তৃণমূল। আমরা সব ঘরে জল দিতে চাই। ওরা দিচ্ছে না। রাজনৈতিক ফায়দার জন্য বঙ্গবাসীকে জলকষ্ট দিচ্ছে।’’

শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৬:১০ key status

‘তৃণমূল খোলাখুলি দুর্নীতি করে’

মোদীর কথায়, ‘‘তৃণমূল দুর্নীতিকে নিজের ব্যবসা করে নিয়েছে। তৃণমূল হোক বা ইন্ডিয়া জোটের দল— দুর্নীতি সকলে করে। জোটের অন্য দল লুকিয়ে দুর্নীতি করে। তৃণমূল খোলাখুলি করে। এখানকার লটারি দুর্নীতি তার প্রমাণ। সেই ফল যুবকেরা ভুগছে। সেই দুর্নীতির নেপথ্যে কারা? তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা। এর শিকড় অনেক দূর পর্যন্ত গিয়েছে। কিন্তু তৃণমূল সরকার তাঁকে বাঁচাচ্ছেন।’’

শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৬:০৮ key status

‘তৃণমূলের নেতাদের কাজ গণ্ডগোল করা’

মোদী বলেন, ‘‘তৃণমূলের নেতাদের কাজ গণ্ডগোল করা। ওদের পালিত গুন্ডাদের কাজ হল জমি দখল করা। প্রকাশ্যে জমি দখল করে ওরা। বলুন? লুঠ করে কি না! সব কিছু সরকারের কৃপায় হয় কি না! আপনারাই বলুন? সরকার কী করে? গন্ডগোল।’’

শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৬:০৬ key status

‘তৃণমূলের তোলাবাজ’-দের জন্যই বিপাকে কৃষকেরা, দাবি মোদীর

মোদী বলেন, ‘‘কৃষক মান্ডিতে ফসল বিক্রি করতে পারছে না। সেখানে তৃণমূলের তোলাবাজেরা কব্জা করে রেখেছে। তোলাবজদের কমিশন না দিয়ে কোনও কিছু বিক্রি করা যায় না।’’

শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৬:০৩ key status

‘তৃণমূল সব উদ্যোগ, শিল্প বন্ধ করে দিয়েছে’

মোদী ভাষণ থামিয়ে এক শিশুকন্যার আঁকা নিজের ছবির প্রশংসা করেন। জানান, তাঁর প্রতিনিধিরা গিয়ে সভা শেষে ছবি নিয়ে আসবেন। বলেন, ‘‘এক সময় হাওড়া হাব ছিল। কারখানা ছিল। সব ছিল। কিন্তু আগে বাম, পরে তৃণমূল সব উদ্যোগ, শিল্প বন্ধ করে দিয়েছে। এখানকার রেডিমেড বস্ত্র শিল্পও বন্ধ করা হয়েছে।’’

শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৬:০০ key status

কংগ্রেস, বামদেরে খোঁচা

মোদী বলেন, ‘‘কংগ্রেসে দুর্নীতি, পরিবারবাদ এবং তোষণের রাজনীতি করে। অন্য দিকে, রয়েছে বাম। বামেদের অত্যাচার। এই সকলকে মিলিয়ে, সকলের খারাপ জিনিস এক জায়গায় জড়ো করলে তৈরি হয় তৃণমূল।’’

শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৫:৫৮ key status

বাংলার কৃষকদের সাহায্য!

মোদী বলেন, ‘‘আগে গরিবেরা দূর থেকে ব্যাঙ্কের দিকে তাকাতে পারতেন না। মোদী সেই ব্যবস্থা করেছে। ৫০ লক্ষ মানুষ বাংলায় কৃষক সম্মান নিধি পেয়েছেন। বাংলায় কৃষকদের জন্য ৯ হাজার কোটি টাকা পাঠানো হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।’’

শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৫:৫৬ key status

উজ্জ্বলা যোজনার কথা বললেন মোদী

মোদী মনে করিয়ে দিলেন, উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস পাচ্ছেন মহিলারা। আগে মহিলারা উনুনে রান্না করতেন। ১০০টি সিগারেটে ধোঁয়া যেত শরীরে। তাঁর কথায়, ‘‘আর চিন্তা নেই। দিল্লিতে আপনার ছেলে রয়েছে।’’

শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৫:৫৪ key status

বিনামূল্যে রেশন!

মোদি বলেন, ‘‘কেন্দ্রের বিজেপি সরকার সব দেশবাসীর দরজায় পৌঁছচ্ছেন। আজ তাই বাংলার কোটি কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন। তাই কোনও গরিব মাকে আর নিজের বাচ্চাকে ক্ষুধার্ত দেখতে হবে না।’’

শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৫:৫১ key status

‘মোদী বদলে দিয়েছেন’!

মোদী বলেন, ‘‘জনজাতির সেবার জন্য আমার জন্ম। আগের প্রার্থীরা ভোট নিলেও সরকার হওয়ার পর ভাষা বদলে যেত। নেতার কাছে আপনারা গেলে নেতা বলতেন, আপনারা কে? এই ভাবনা মোদী বদলে দিয়েছে।’’

শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১৫:৫০ key status

‘যা কিছু এই ভূমির জন্য’

মোদী বলেন, ‘‘যা কিছু এই ভূমির জন্য। এখন আরও বেশি লক্ষ্য আমার সামনে। সবই আপনাদের জন্য। মা ভারতীর জন্য। সঙ্কল্পও অনেক উঁচু। আপনাদের ভালবাসায় আমি আপ্লুত। এটাই অমরত্ব দেয়। ভোট যাবে আসবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement