—প্রতীকী ছবি।
ভোটের আগের রাতে আচমকাই নাক-মুখ দিয়ে রক্তপাত শুরু হয়েছিল। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারে।
মৃত সিআরপিএফ জওয়ানের নাম নীলেশকুমার নিলু। মাথাভাঙা বাইশগুড়ি হাই স্কুলে ‘কুইক রেসপন্স টিম’ (কিউআরটি)-এর কমান্ড্যান্ট ছিলেন তিনি। বাহিনী সূত্রে খবর, নীলেশের বাড়ি বিহারে। বৃহস্পতিবার হঠাৎ নাক-মুখ দিয়ে রক্ত পড়তে থাকে তাঁর। সহকর্মীরা তা দেখে নীলেশকে দ্রুত মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নীলেশকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, রাত ১টা বেজে ১০ মিনিটে কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানকে আনা হয়। সেখানে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিষয়টি মাথাভাঙা থানায় জানানো হয়েছে। হাসপাতাল জানিয়েছে, ময়নাতদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে পুলিশ।