বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। —ফাইল চিত্র।
নির্বাচনী সমাবেশে বিপত্তি বাধালেন জেডিইউ প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বক্তৃতা দিতে গিয়ে বলে ফেললেন, ‘মোদী ফের মুখ্যমন্ত্রী হবেন’। পরে অবশ্য সংশোধন করে নেন তিনি। এনডিএ-র নেতাদের দাবি, মুখ ফস্কে ‘মোদী ফের মুখ্যমন্ত্রী হবেন’ বলেছেন নীতীশ। কিন্তু বিহারের বিরোধী শিবিরের বক্তব্য, ‘চতুর’ নীতীশ সচেতন ভাবেই ওই কথা বলেছেন। তাদের মতে, জেডিইউ প্রধানের মনে প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত বাসনা প্রকাশ পেয়েছে ওই বক্তব্য থেকেই।
পটনায় নির্বাচনী সমাবেশ বক্তৃতা দিচ্ছিলেন নীতীশ। সেই সময় তিনি বলেন, ‘‘আমাদের ইচ্ছা, এ বার গোটা দেশে এনডিএ ৪০০-র বেশি আসনে জয়ী হোক। নরেন্দ্র মোদীজি আবার মুখ্যমন্ত্রী হোন। দেশের বিকাশ হোক, বিহারের বিকাশ হোক।’’ তখন মঞ্চে উপস্থিত এনডিএ-র নেতারা রীতিমতো অস্বস্তিতে। তাঁদেরই এক জন নীতীশকে ‘মুখ্যমন্ত্রী’র বিষয়টি সম্পর্কে অবহিত করেন। ৭৩ বছর বয়সি জেডিইউ প্রধান তড়িঘড়ি সামলে নেন বিষয়টি। তিনি বলেন, ‘‘আমি বলতে চেয়েছি, নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী রয়েইছেন। তিনি আগামী দিনেও থাকবেন।’’ নীতীশ তাঁর ‘মুখ ফস্কে’ বলে ফেলা কথা নিয়ে যা-ই ব্যাখ্যা দিন না কেন, বিহার তথা জাতীয় রাজনীতিতে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে।
আরজেডি-সহ বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’র নেতাদের বক্তব্য, মোদীকে সত্যি আবার মুখ্যমন্ত্রী হিসেবেই দেখতে চান নীতীশ। তাঁর মনের কথা তিনি বক্তৃতায় বলে ফেলেছেন। হইচই হবে বুঝেই বলা হচ্ছে, মুখ ফস্কে বলে ফেলেছেন। জেডিইউ প্রধানের বহু দিনের লক্ষ্য প্রধানমন্ত্রী পদ। ‘ইন্ডিয়া’ গঠনে তাঁর তৎপরতাও ছিল ওই পদের প্রতি মোহ থেকেই। সেই লক্ষ্য পূরণ হচ্ছে না দেখেই শিবির বদল করেছেন।
এনডিএ নেতারা অবশ্য বলছেন, বিষয়টি নিয়ে এত হইচই করার কিছু নেই। বক্তৃতা দিতে গিয়ে মুখ ফস্কে ‘প্রধানমন্ত্রী’র জায়গায় ‘মুখ্যমন্ত্রী’ বলে ফেলেছেন নীতীশ। এর মধ্যে রাজনীতি খোঁজা অর্থহীন।