Mamata Banerjee in Maldaha Dakshin

কংগ্রেস যেখানে লড়ছে ভাল করে লড়ুক, পুরো মদত দেব! মালদহের সভায় শর্তও দিলেন মমতা

মালদহের উত্তরের জনসভা শেষ করে মালদহ দক্ষিণে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। গরমে তাঁর সভা শুনতে আসার জন্য ধন্যবাদ জানালেন জনতাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৫:৫৯
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৬:৩২ key status

কংগ্রেস ভাল করে লড়ুক, পুরো মদত দেব: মমতা

মালদহের মঞ্চে মমতা বললেন, ‘‘কংগ্রেস যেখানে যেখানে লড়াই করছে ভাল করে লড়াই করুক, পুরো মদত দেব। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কাটতে আসবে না।’’ 

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৬:২৯ key status

একটাই নেতা, বাকি দেশটা জেলখানা: মমতা

একটাই নেতা থাকবে দেশে। আর তিনি বাকি দেশটাকে জেলখানায় পরিণত করবেন। আপনারা কি তাই চান? তা হলে দেশটাকে বাঁচান। মালদহের মঞ্চে বললেন মমতা।

Advertisement
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৬:২৮ key status

বিজেপিকে ভোট দিলে এটাই শেষ নির্বাচন: মমতা

মমতা বলছেন, ‘‘বিজেপিকে ভোট দিলে জানবেন, ওরা আর নির্বাচনই হতে দেবে না। তাই ওদের ভোট দেবেন না।’’

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৬:২৫ key status

ভোটদান পবিত্র কর্তব্য: মমতা

মমতা বললেন, ‘‘সিআরপিএফ নিয়ে এসে যদি ওরা বলে, তবে কি ভোট দিতে যাবেন না? ভোট অবশ্যই দেবেন। মা-বোনেরা দরকার হলে রান্না পরে করবেন। সকাল সকাল ভোট দিয়ে আসবেন। কারণ ভোটদান পবিত্র কর্তব্য।’’

Advertising
Advertising
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৬:২০ key status

প্রসূনকে ভোট দিন, ও আপনাদের হয়ে সংসদে কথা বলবে

মমতা বললেন, ‘‘প্রসূন (বন্দ্যোপাধ্যায়)কে ভোট দিন ও আপনাদের হয়ে সংসদে জোর গলায় কথা বলবে। আপনাদের কাজ করবে।’’

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৬:১৬ key status

বিজেপি জঘন্য, সিপিএম নগণ্য: মমতা

বিজেপিকে জুমলাবাজ, কুৎসিত ভান্ডার বলে আক্রমণ মমতার। ছন্দ মিলিয়ে বললেন, ‘‘বিজেপির মুখের ভাষা জঘন্য আর সিপিএম তো নগণ্য। আর বাম-কংগ্রেস নিজেরা নিজেদের কাছেই বরেণ্য। মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে।’’  

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৬:১২ key status

বিজেপি এ বার পগার পার হবে: মমতা

মমতা বললেন, “বিজেপি বলছে ৪০০ পার করবে! কোথায় পাবে এত ভোট? বিজেপি কেরালায় ভোট পাবে না। বিজেপি তামিলনাড়ুতে ভোট পাবে না। গত বার সব ভোট পেয়ে ৩০৩ হয়েছিল। ৪০০ কী করে হবে। ও রকম ওরা বলে। ২০২১ সালে বলেছিল বাংলায় ২০০ পার করবে। ১০০ পার করতে পেরেছিল? ৮০ পার করতে পেরেছিল? যে ৭৭টা পেয়েছিল, তার মধ্যে ১০ জন আমাদের সঙ্গে চলে এসেছিল। এ বারও একই অবস্থা হবে। ৪০০ পার নয়, ওরা পগার পার হবে।’’

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৬:০৭ key status

সাহস থাকা ভাল কিন্তু দুঃসাহস থাকা ভাল না: মমতা

বিজেপিকে আক্রমণ করে বললেন, ‘‘ওদের বড় সাহস! বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। মনে রাখবেন, সাহস ভাল, কিন্তু দুঃসাহস ভাল নয়। ’’

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৬:০৪ key status

বিজেপি ক্ষমতায় আসছে না: মমতা

মমতা বললেন, আপনারা ভয় পাবেন না, ইডি-সিবিআইকে নিয়ে ভয় পাবেন না। বিজেপি ভারতের ক্ষমতায় আসছে না। 

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৬:০২ key status

বিজেপি বিরোধী দল একটাই, তৃণমূল: মমতা

মমতা বললেন, বিজেপির বিরুদ্ধে যদি কোনও দল কাজ করে, তবে সেটা কংগ্রস বা সিপিএম নয়। সেটা তৃণমূল। 

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৬:০১ key status

মালদহে মমতা, কথা বললেন গরম প্রসঙ্গে

মালদহ দক্ষিণে সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, গরমে আপনারা আমার সভায় এসেছেন। আপনাদের ধন্যবাদ। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement