Lok Sabha Election 2024

ভোট-মরসুমে বার বার প্রকাশ্যে বিজেপির দ্বন্দ্ব

ভাঙা টুকরো ছুড়তে দেখা যায় মঞ্চে বসে থাকা নেতাদের দিকে। বিশৃঙ্খলার ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন সংবাদমাধ্যমের একাংশও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারাবনি শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ০৭:২৬
Share:

বারাবনিতে কর্মী সম্মেলনে গোলমাল। নিজস্ব চিত্র।নিজস্ব সংবাদদাতা বারাবনি

দলের প্রার্থীর প্রচার শুরুর পরে প্রথমে কুলটিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ছবি সামনে এসেছিল। তার পরে বৃহস্পতিবার বারাবনিতে কর্মী সম্মেলনে গোলমালে জড়ালেন দু’দল বিজেপি কর্মী। বার বার এমন কোন্দলে ভোটের মুখে প্রশ্ন উঠছে বিজেপিতে। দলীয় নেতৃত্বের অবশ্য দাবি, বড় কিছু ঘটেনি, তাই এ নিয়ে তাঁরা চিন্তিত নন।

Advertisement

এ দিন বারাবনিতে কর্মী সম্মেলনে প্রার্থী-সহ নেতাদের সামনেই দু’দল বিজেপি কর্মীর মধ্যে হাতাহাতি, চেয়ার-টেবিল ও কাচের সামগ্রী ভাঙচুর বেধে যায়। ভাঙা টুকরো ছুড়তে দেখা যায় মঞ্চে বসে থাকা নেতাদের দিকে। বিশৃঙ্খলার ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন সংবাদমাধ্যমের একাংশও। সে নিয়ে দুঃখ প্রকাশ করেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। তবে গোষ্ঠী-বিবাদ সম্পর্কে তাঁর দাবি, তেমন কিছুই ঘটেনি।

বিজেপির বারাবনি ২ মণ্ডলের সভাপতি উজ্জ্বল ধীবরের দাবি, ‘‘সম্মেলনে প্রবেশাধিকার ছিল না, এমন কয়েক জন সম্মেলন কক্ষে ঢুকে পড়ায় অশান্তি তৈরি হয়। পরে জেলা নেতৃত্বের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।’’ গোলমাল থামার পরে সম্মেলন আয়োজিত হয়। এর আগে ১৪ এপ্রিল কুলটিতে রোড-শো করার সময় কেন্দুয়া বাজার এলাকায় দলের কিছু কর্মী পতাকা হাতে সুরেন্দ্রর গাড়ির সামনে বিক্ষোভ দেখান। গাড়ি আটকে প্রায় আধ ঘণ্টা বিক্ষোভ চলে। সে দিনও বিক্ষোভের ছবি তোলার সময়ে বিজেপির কিছু কর্মীর হাতে সংবাদমাধ্যমের কর্মীদের নিগৃহীত হওয়ার অভিযোগ উঠেছিল।

Advertisement

বার বার আসানসোল কেন্দ্রে বিজেপির এমন দ্বন্দ্ব সামনে আসা প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর দাবি, ‘‘ওদের দল বিভাজনে টুকরো হয়ে গিয়েছে। এলাকার মানুষের কি উন্নয়ন করবে?’’ তাঁর আরও অভিযোগ, ‘‘জামুড়িয়ায় বিজেপি কর্মীর বাড়িতে বোমা মজুত রাখা হচ্ছে। বিবাদের ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপরে হামলা হচ্ছে। ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে ওরা। মানুষ জবাব দেবে।’’ সিপিএমের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘মানুষকে এ বার বুঝতে হবে, বিজেপির চরিত্র আসলে কী। ওদের বর্জন করা উচিত।’’

বিরোধীদের এ সব কথা অবশ্য আমল দিতে চান না বিজেপি নেতৃত্ব। দলের জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের দাবি, ‘‘আমাদের
কর্মী সম্মেলনের ভিড় দেখে মাথা
ঘুরে গিয়েছে বিরোধীদের। তাই
প্রলাপ বকছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement