Narendra Modi's Kolkata Roadshow

কলকাতায় প্রথম রোড-শো শেষ হল প্রধানমন্ত্রীর, পৌঁছলেন স্বামী বিবেকানন্দের বাড়িতে

এই লোকসভা ভোটে এই প্রথম বার কলকাতায় ভোটপ্রচারে প্রধানমন্ত্রী। রোড-শোয়ের আগে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচার করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৮:৫৮
Share:

রোড-শোয়ে নরেন্দ্র মোদী। দুই পাশে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। ছবি: সংগৃহীত।

মূল ঘটনা

২০:১৭ সর্বশেষ
নেতাজিকে মালা দিয়ে শুরু, মোদীর রোড-শো শেষ হল বিবেকানন্দের বাড়ির সামনে
২০:১০
শেষ দফায় তাপসের কেন্দ্রে ভোট রয়েছে, তাঁর প্রচারে প্রধানমন্ত্রী
১৯:৫৫
এ বার মোদীর পাশে তাপস, এগিয়ে চলেছে রোড-শো
১৯:৩৪
হেদুয়া পার্কের কাছাকাছি পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী, সিমলা স্ট্রিটের দিকে এগোচ্ছে গাড়ি
১৯:২৯
ফুল ছড়ানো পথে রোড-শো প্রধানমন্ত্রীর, রাস্তার দুই পাশে জনতার ঢল
১৯:২৩
এগিয়ে চলেছে মোদীর রোড-শো
১৯:১৯
মোদীর যাত্রাপথ জুড়ে জনতার ঢল
১৯:১৪
তাপসকে গাড়িতে নিয়ে রোড-শো শুরু প্রধানমন্ত্রীর
১৯:১০
নেতাজির মূর্তিতে মালা দিলেন প্রধানমন্ত্রী
১৯:০৮
মোদীর রোড-শো শুরুর আগে থেকেই ভিড় উত্তর কলকাতায়
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ২০:১৭ key status

নেতাজিকে মালা দিয়ে শুরু, মোদীর রোড-শো শেষ হল বিবেকানন্দের বাড়ির সামনে

কলকাতায় প্রথম রোড-শো শেষ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পৌঁছে গেলেন স্বামী বিবেকানন্দের বাড়িতে।

শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ২০:১০ key status

শেষ দফায় তাপসের কেন্দ্রে ভোট রয়েছে, তাঁর প্রচারে প্রধানমন্ত্রী

আগামী ১ মে, শেষ দফায় কলকাতা উত্তর কেন্দ্রে ভোট। তার আগে বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো মোদীর। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ছ’দফা ভোটের পর মোদী বলছেন, বাংলা থেকে সবচেয়ে ভাল ফল করবে বিজেপি। 

Advertisement
শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৯:৫৫ key status

এ বার মোদীর পাশে তাপস, এগিয়ে চলেছে রোড-শো

শুভেন্দু অধিকারী গাড়িতে পিছনের দিকে চলে গেলেন। সামনে মোদীর পাশে দাঁড়িয়ে জনতাকে অভিবাদন জানাচ্ছেন বিজেপি প্রার্থী তাপস রায়।

শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৯:৩৪ key status

হেদুয়া পার্কের কাছাকাছি পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী, সিমলা স্ট্রিটের দিকে এগোচ্ছে গাড়ি

হেদুয়া পার্কের কাছাকাছি পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিমলা স্ট্রিটের দিকে এগোচ্ছে গাড়ি। দুই দিকে জনতার ঢল।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৯:২৯ key status

ফুল ছড়ানো পথে রোড-শো প্রধানমন্ত্রীর, রাস্তার দুই পাশে জনতার ঢল

রাস্তাজুড়ে ফুল ছড়ানো। তার মধ্যে এগিয়ে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড-শো। গাড়িতে মোদীর সঙ্গে রাজ্য বিজেপির দুই মুখ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার।

শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৯:২৩ key status

এগিয়ে চলেছে মোদীর রোড-শো

কলকাতা উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে তৃণমূলত্যাগী তাপস রায়কে। তার আগে বরাহনগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাপস। তাঁকে সঙ্গে নিয়ে রোড-শো করছেন মোদী। সঙ্গে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। রয়েছেন দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তও।

শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৯:১৯ key status

মোদীর যাত্রাপথ জুড়ে জনতার ঢল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড-শো ঘিরে উন্মাদনা। ভিড়ে একাকার বিধান সরণি।

শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৯:১৪ key status

তাপসকে গাড়িতে নিয়ে রোড-শো শুরু প্রধানমন্ত্রীর

শুরু হল মোদীর রোড শো। প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। রয়েছেন শীলভদ্র দত্ত এবং শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৯:১০ key status

নেতাজির মূর্তিতে মালা দিলেন প্রধানমন্ত্রী

নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর একটু পরেই শুরু হবে প্রধানমন্ত্রীর রোড শো।

শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৯:০৮ key status

মোদীর রোড-শো শুরুর আগে থেকেই ভিড় উত্তর কলকাতায়

নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড-শো শুরুর আগেই প্রচণ্ড ভিড় বিধান সরণিতে। 

শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৮:৫৫ key status

সারদা দেবীর বাড়িতে প্রার্থনা মোদীর

বাগবাজারে সারদা দেবীর বাড়িতে প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজো দেন। সন্ন্যাসীদের সঙ্গে দেখা করেন। তার পর শুরু করবেন রোড-শো। প্রধানমন্ত্রীকে দেখার জন্য ভিড় বিধান সরণিতে। সারদা দেবীর বাড়ির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে প্রসাদী শাল, ধুতি, চাদর, বই, সারদা দেবীর ছবি এবং নির্মাল্য তুলে দেওয়া হয়।

শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৮:৪৫ key status

বেহালা থেকে মোদীকে আক্রমণ করলেন মমতা

বেহালা থেকে প্রধানমন্ত্রী মোদীকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রধামন্ত্রী কথাটা সাত-আট দিন বলতে পারবেন। তার পর এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে। উনি বলেছেন কাকদ্বীপে... ঘূর্ণিঝড় পুরোটাই দিল্লি থেকে মনিটর করেছেন। এত মিথ্যা কথা শোভা পায়! কত টুকু জানেন আপনি? গুজরাতে মুখ্যমন্ত্রী হয়ে দাঙ্গা করেছন। তখন সারা দেশের খবর রাখতেন না। আমি দু’বার রেলমন্ত্রী হয়েছি।’’

শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৮:৩৭ key status

শ্যামবাজারে শুরু হবে রোড শো, বিধান সরণিতে ব্যাপক ভিড়

আনুমানিক ২০০ মিটার রোড-শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরু হবে শ্যামবাজার মোড় থেকে। শেষ হবে সিমলায় স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ির সামনে। বিধান সরণি জুড়ে প্রচণ্ড ভিড়।

শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৭:৫২ key status

কলকাতায় রোড-শো প্রধানমন্ত্রীর

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড-শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৫:৫৭ key status

যাদবপুরে প্রচারে প্রধানমন্ত্রী

২০১৪ সালের লোকসভা ভোটে প্রথম বার কলকাতায় ভোটপ্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে রাজ্যে এসে একাধিক বার কলকাতায় রাত্রিবাস করলেও শহরে মোদী কোনও রকম দলীয় কর্মসূচি বা বৈঠকে যোগ দেননি। মঙ্গলবার তিনি কলকাতায় রোড-শো করছেন। তার আগে দু’টি সভাও ছিল তাঁর। সেগুলি বারাসত এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement