রোড-শোয়ে নরেন্দ্র মোদী। দুই পাশে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। ছবি: সংগৃহীত।
কলকাতায় প্রথম রোড-শো শেষ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পৌঁছে গেলেন স্বামী বিবেকানন্দের বাড়িতে।
আগামী ১ মে, শেষ দফায় কলকাতা উত্তর কেন্দ্রে ভোট। তার আগে বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো মোদীর। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ছ’দফা ভোটের পর মোদী বলছেন, বাংলা থেকে সবচেয়ে ভাল ফল করবে বিজেপি।
শুভেন্দু অধিকারী গাড়িতে পিছনের দিকে চলে গেলেন। সামনে মোদীর পাশে দাঁড়িয়ে জনতাকে অভিবাদন জানাচ্ছেন বিজেপি প্রার্থী তাপস রায়।
হেদুয়া পার্কের কাছাকাছি পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিমলা স্ট্রিটের দিকে এগোচ্ছে গাড়ি। দুই দিকে জনতার ঢল।
রাস্তাজুড়ে ফুল ছড়ানো। তার মধ্যে এগিয়ে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড-শো। গাড়িতে মোদীর সঙ্গে রাজ্য বিজেপির দুই মুখ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার।
কলকাতা উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে তৃণমূলত্যাগী তাপস রায়কে। তার আগে বরাহনগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাপস। তাঁকে সঙ্গে নিয়ে রোড-শো করছেন মোদী। সঙ্গে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। রয়েছেন দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড-শো ঘিরে উন্মাদনা। ভিড়ে একাকার বিধান সরণি।
শুরু হল মোদীর রোড শো। প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। রয়েছেন শীলভদ্র দত্ত এবং শুভেন্দু অধিকারী।
নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর একটু পরেই শুরু হবে প্রধানমন্ত্রীর রোড শো।
নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড-শো শুরুর আগেই প্রচণ্ড ভিড় বিধান সরণিতে।
বাগবাজারে সারদা দেবীর বাড়িতে প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজো দেন। সন্ন্যাসীদের সঙ্গে দেখা করেন। তার পর শুরু করবেন রোড-শো। প্রধানমন্ত্রীকে দেখার জন্য ভিড় বিধান সরণিতে। সারদা দেবীর বাড়ির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে প্রসাদী শাল, ধুতি, চাদর, বই, সারদা দেবীর ছবি এবং নির্মাল্য তুলে দেওয়া হয়।
বেহালা থেকে প্রধানমন্ত্রী মোদীকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রধামন্ত্রী কথাটা সাত-আট দিন বলতে পারবেন। তার পর এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে। উনি বলেছেন কাকদ্বীপে... ঘূর্ণিঝড় পুরোটাই দিল্লি থেকে মনিটর করেছেন। এত মিথ্যা কথা শোভা পায়! কত টুকু জানেন আপনি? গুজরাতে মুখ্যমন্ত্রী হয়ে দাঙ্গা করেছন। তখন সারা দেশের খবর রাখতেন না। আমি দু’বার রেলমন্ত্রী হয়েছি।’’
আনুমানিক ২০০ মিটার রোড-শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরু হবে শ্যামবাজার মোড় থেকে। শেষ হবে সিমলায় স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ির সামনে। বিধান সরণি জুড়ে প্রচণ্ড ভিড়।
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড-শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০১৪ সালের লোকসভা ভোটে প্রথম বার কলকাতায় ভোটপ্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে রাজ্যে এসে একাধিক বার কলকাতায় রাত্রিবাস করলেও শহরে মোদী কোনও রকম দলীয় কর্মসূচি বা বৈঠকে যোগ দেননি। মঙ্গলবার তিনি কলকাতায় রোড-শো করছেন। তার আগে দু’টি সভাও ছিল তাঁর। সেগুলি বারাসত এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে।