গ্রাফিক: শৌভিক দেবনাথ।
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের রঘুনাথগঞ্জ -১ ব্লকে ভোট পর্ব শেষে বিজেপি এক এজেন্টকে মারধর করা হয় বলে অভিযোগ। জখম ওই এজেন্টকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁকে মারধর করার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় ভোট শেষে রঘুনাথগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের।
বিকেল ৫টা পর্যন্ত মালদহ উত্তরে ভোট পড়েছে ৭৩.৩০ শতাংশ, মালদহ দক্ষিণে ৭৩.৬৮ শতাংশ ভোট পড়েঠে। জঙ্গিপুরে ৭২.১৩ শতাংশ এবং মুর্শিদাবাদে ভোট পড়েছে ৭৬.৪৯ শতাংশ।
বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের চার কেন্দ্রে ভোটদানের হার ৭৩.৯৩ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদে। জানাল নির্বাচন কমিশন।
সুতি বিধানসভায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৩.৫০ শতাংশ। সাগরদিঘি বিধানসভায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৫৬ শতাংশ। নবগ্রাম বিধানসভায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৩.৭৭ শতাংশ। লালগোলা বিধানসভায় ভোট পড়েছে ৭০.২৯ শতাংশ।খড়গ্রাম বিধানসভায় বিকেল ভোট পড়েছে ৭৫.৬৯ শতাংশ। রঘুনাথগঞ্জ বিধানসভায় ৬৮.৫৭ শতাংশ, জঙ্গিপুর বিধানসভায় ৭৩.৫০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মুর্শিদাবাদ লোকসভায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৬.৪৯ শতাংশ।
দুপুর ১টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুসারে, ভোটদানের হারে বাংলার পরই ছিল গোয়া। তবে ৩টের পরিসংখ্যান বলছে গোয়াকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল অসম। দুপুর ৩টে পর্যন্ত অসমে ভোট পড়েছে ৬৩.০৮ শতাংশ, গোয়ায় ভোট পড়েছে ৬১.৩৯ শতাংশ।
নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, দুপুর ৩টে পর্যন্ত দেশের ৯৩টি লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভাবে ভোটদানের হার ৫১.৭১ শতাংশ।
দুপুর ৩টে পর্যন্ত ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটদানের হার ৬১.১৮ শতাংশ।
দুপুর ১টা ভোটদানের হারে এগিয়ে ছিল মুর্শিদাবাদ কেন্দ্র। দুপুর ৩টে পর্যন্ত তা-ই রইল। মুর্শিদাবাদ কেন্দ্রে ভোটদানের হার ৬৫.৪০ শতাংশ। তার পরেই রয়েছে মালদহ দক্ষিণ। সেখানে ভোটদানের হার ৬২.৯০ শতাংশ। জঙ্গিপুরে ভোটদানের হার ৬২.৫৭ শতাংশ। মালদহ উত্তরে ভোটদানের হার ৬১.৫০ শতাংশ।
নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের চার কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৬৩.১১ শতাংশ।
দুপুর ১টা পর্যন্ত কমিশন সূত্রে যে ভোটদানের হার পাওয়া গিয়েছে, তাতে এখনও পয়লা নম্বরে পশ্চিমবঙ্গ। দ্বিতীয় স্থানে গোয়া। তবে ব্যবধান আরও একটু কমেছে। গোয়ায় এই সময়ের মধ্যে ভোটদানের হার ৪৯.০৪ শতাংশ। ছত্তীসগঢ়ে ভোটদানের হার ৪৬.১৪ শতাংশ, মধ্যপ্রদেশে ৪৪.৬৭ শতাংশ, অসমে ৪৫.৮৮ শতাংশ, কর্নাটকে ৪১.৫৯ শতাংশ, উত্তরপ্রদেশে ৩৮.১২ শতাংশ, গুজরাতে ৩৭.৮৩ শতাংশ, বিহারে ৩৬.৬৯ শতাংশ।
দুই কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ৩৯.৯৪ শতাংশ।
দুপুর ১টা পর্যন্ত দেশে ৯৩টি কেন্দ্রে সামগ্রিক ভাবে ৩৯.৯২ শতাংশ ভোট পড়েছে।
চার লোকসভা কেন্দ্রে ভোটের সঙ্গে বিধানসভা উপনির্বাচন হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা কেন্দ্রে। তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি মারা যাওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। সকাল ১১টা পর্যন্ত ভগবানগোলায় ২৯.৩৯ শতাংশ ভোট পড়েছিল। দুপুর ১টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ৪৬.৪০ শতাংশ।
দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে জঙ্গিপুরকে ছাপিয়ে গিয়েছে মুর্শিদাবাদ কেন্দ্র। সকাল থেকে ভোটদানের হারে এগিয়ে ছিল জঙ্গিপুর। এ বার তাঁকে টপকে গেল পাশের লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ। দুপুর ১টা পর্যন্ত মুর্শিদাবাদে ভোটদানের হার ৫০.৫৮ শতাংশ। একই সময়ের মধ্যে জঙ্গিপুরে ভোটদানের হার ৪৯.৯১ শতাংশ, মালদহ দক্ষিণে ৪৮.৬৫ শতাংশ এবং মালদহ উত্তরে ৪৭.৮৯ শতাংশ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টা পর্যন্ত রাজ্যের চার কেন্দ্রে ভোটদানের সামগ্রিক হার ৪৯.২৭ শতাংশ।
১১টা পর্যন্ত ভোটদানের হারে দেশের ১০টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এক নম্বরে পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের চার কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৩২.৮২ শতাংশ। তার পরেই রয়েছে গোয়া। সেখানে ভোটদানের হার ৩০.৯৪ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। সকাল ১১টা পর্যন্ত সে রাজ্যে ভোটদানের হার ৩০.২১ শতাংশ। এই একই সময়ে ছত্তীসগঢ়ে ভোটদানের হার ২৯.৯০ শতাংশ, অসমে ২৭.৩৪ শতাংশ, উত্তরপ্রদেশে ২৬.১২ শতাংশ, বিহারে ২৪.৪১ শতাংশ, মহারাষ্ট্রে ১৮.১৮ শতাংশ।
দুই কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে এখনও পর্যন্ত ভোটদানের হার ২৪.৬৯ শতাংশ।
সকাল ১১টা পর্যন্ত সারা দেশের ৯৩টি লোকসভা কেন্দ্র মিলিয়ে সামগ্রিক ভাবে ভোটদানের হার ২৫.৪১ শতাংশ।
চার লোকসভা কেন্দ্রে ভোটের সঙ্গে বিধানসভা উপনির্বাচন হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা কেন্দ্রে। তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি মারা যাওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। সকাল ১১টা পর্যন্ত ভগবানগোলায় ২৯.৩৯ শতাংশ ভোট পড়েছে।
ভোটদানের নিরিখে এখনও এগিয়ে রয়েছে জঙ্গিপুর কেন্দ্র। সেখানে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩.৮১ শতাংশ। খুব পিছিয়ে নেই মালদহ দক্ষিণও। একই সময়ের মধ্যে সেখানে ভোট পড়েছে ৩৩.০৯ শতাংশ। মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৭২ শতাংশ ভোট। আর মালদহ উত্তরে ভোট পড়েছে ৩১.৭৩ শতাংশ ভোট।
সকাল ১১টা পর্যন্ত রাজ্যের চার কেন্দ্রে সামগ্রিক ভাবে ৩২.৮২ শতাংশ ভোট পড়েছে।