গ্রাফিক: শৌভিক দেবনাথ ।
বিকাল ৫টা পর্যন্ত দেশের ৯৬টি লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভাবে ৬২.৩০ শতাংশ ভোট পড়েছে।
ভোটদানের হারে এগিয়ে বোলপুর। বিকাল ৫টা পর্যন্ত সেখানে ৭৭.৭৭ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রানাঘাট কেন্দ্র। সেখানে পড়েছে ৭৭.৪৬ শতাংশ ভোট। এই একই সময়ের মধ্যে বহরমপুরে ৭৫.৩৬ শতাংশ, কৃষ্ণনগরে ৭৭.২৭ শতাংশ, বর্ধমান পূর্বে ৭৭.৩৬ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৭৫.০২ শতাংশ, আসানসোলে ৬৯.৪৩ শতাংশ এবং বীরভূমে ৭৫.৪৫ শতাংশ ভোট পড়েছে। ৫টা পর্যন্ত আট কেন্দ্রে সামগ্রিক ভাবে ৭৫.৬৬ শতাংশ ভোট পড়েছে।
বেলা ৩টে পর্যন্ত দেশের ৯৬টি লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৫২.৬০ শতাংশ।
সকাল ৭টায় শুরু হয়েছে ভোট। দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের আট কেন্দ্রে সামগ্রিক ভাবে ভোটদানের হার ৬৬.০৫ শতাংশ ।
ভোটদানের হারে এ বার শীর্ষে বোলপুর। সকাল ১১টা পর্যন্ত মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুরে ভোটদানের হার সবচেয়ে বেশি ছিল। তবে নির্বাচন কমিশনের বেলা ১টার হিসাবে দেখা যায়, সবচেয়ে বেশি ভোট পড়েছে বর্ধমান পূর্ব কেন্দ্রে। দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের আট কেন্দ্রে ভোটদানের হারের হিসাবও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই হিসাব অনুযায়ী, সব থেকে বেশি ভোট পড়েছে বোলপুর কেন্দ্রে, ৬৯.০৮ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র। সেখানে ভোট পড়েছে ৬৭.৯২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে বর্ধমান কেন্দ্র। ৩টে পর্যন্ত ওই কেন্দ্রে ভোটদানের হার ৬৭.৮৩ শতাংশ। এই একই সময়ের মধ্যে বহরমপুরে ৬৫.৮৭ শতাংশ, কৃষ্ণনগরে ৬৬.৩৭ শতাংশ, রানাঘাটে ৬৬.১৮ শতাংশ, আসানসোলে ৬০.২৬ শতাংশ এবং বীরভূমে ৬৪.৯৮ শতাংশ ভোট পড়েছে।
বেলা ১টা পর্যন্ত দেশের ৯৬টি লোকসভা কেন্দ্র মিলিয়ে ভোটদানের হার ৪০.৩০ শতাংশ।
সকাল ৭টায় শুরু হয়েছে ভোট। দুপুর ১টা পর্যন্ত রাজ্যের আট কেন্দ্রে সামগ্রিক ভাবে ভোটদানের হার ৫১.৮৭ শতাংশ ।
ভোটদানের হারে বহরমপুরকে ছাপিয়ে গেল বর্ধমান পূর্ব। সকাল ১১টা পর্যন্ত মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুরে ভোটদানের হার সবচেয়ে বেশি ছিল। তবে নির্বাচন কমিশনের বেলা ১টার হিসাব বলছে, এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে বর্ধমান পূর্ব কেন্দ্রে। এই কেন্দ্রে ভোট পড়েছে ৫৫.৮৭ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে বোলপুর কেন্দ্র। সেখানে ভোট পড়েছে ৫৪.৮১ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে রানাঘাট। ১টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোটদানের হার ৫২.৭০ শতাংশ। এর পরে রয়েছে বহরমপুর। সেখানে ভোট পড়েছে ৫২.২৭ শতাংশ। এই একই সময়ের মধ্যে কৃষ্ণনগরে ৪৯.৭২ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৫০.৩০ শতাংশ, আসানসোলে ৪৯.৫৫ শতাংশ এবং বীরভূমে ৪৯.৬৩ শতাংশ ভোট পড়েছে।
সকাল ১১টা পর্যন্ত দেশের ৯৬টি লোকসভা কেন্দ্র মিলিয়ে ভোটদানের হার ২৪.৯০ শতাংশ।
আপাতত ভোটদানের হারে এগিয়েই রইল বহরমপুর লোকসভা কেন্দ্র। সকাল ১১টা পর্যন্ত মুর্শিদাবাদ জেলার অন্তর্গত এই কেন্দ্রে ৩৫.৫৩ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বোলপুর কেন্দ্র। সেখানে ভোট পড়েছে ৩৫.২২ শতাংশ। এর পরেই রয়েছে বর্ধমান পূর্ব। ১১টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোটদানের হার ৩৩.৮২ শতাংশ। এই একই সময়ের মধ্যে কৃষ্ণনগরে ৩২.৫৯ শতাংশ, রানাঘাটে ৩৩.২৩ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৩১.৪১ শতাংশ, আসানসোলে ২৯.৯৯ শতাংশ এবং বীরভূমে ৩০.৪৫ শতাংশ ভোট পড়েছে।
সকাল ৭টায় শুরু হয়েছে ভোট। প্রথম চার ঘণ্টায় রাজ্যের আট কেন্দ্রে সামগ্রিক ভাবে ভোটদানের হার ৩২.৭৮ শতাংশ ।
সকাল ৯টা পর্যন্ত সারা দেশের ৯৬টি লোকসভা কেন্দ্র মিলিয়ে সামগ্রিক ভাবে ভোটদানের হার ১০.৩৫ শতাংশ।
সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে রয়েছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর লোকসভা কেন্দ্র। প্রথম দু’ঘণ্টায় সেখানে ১৬.৯৭ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বোলপুর কেন্দ্র। সেখানে ভোট পড়েছে ১৬.৪৬ শতাংশ। এই একই সময়ের মধ্যে কৃষ্ণনগরে ১৫.৬৭ শতাংশ, রানাঘাটে ১৫.৩১ শতাংশ, বর্ধমান পূর্বে ১৫.৮৮ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ১৪.০৮ শতাংশ, আসানসোলে ১৩.০৩ শতাংশ এবং বীরভূমে ১৪.৫৫ শতাংশ ভোট পড়েছে। সকাল ৭টায় ভোট শুরু হওয়ার পর প্রথম দু’ঘণ্টায় আট কেন্দ্রে সামগ্রিক ভাবে ১৫.২৪ শতাংশ ভোট পড়েছে।
৯৬টি লোকসভা কেন্দ্রে মোট ১৭কোটি ৭০ লক্ষ ভোটার (৮ কোটি ৯৭ লক্ষ পুরুষ এবং ৮ কোটি ৭৩ লক্ষ মহিলা) প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। চতুর্থ দফায় দেশে মোট ১ কোটি ৯২ লক্ষ ভোটকেন্দ্র করেছে নির্বাচন কমিশন। ভোট চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটের দায়িত্বে থাকছেন ১৯ লক্ষেরও বেশি আধিকারিক এবং ভোটকর্মী।
সোমবার লোকসভার চতুর্থ দফা। চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আট লোকসভা কেন্দ্র-সহ দেশের মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোট হচ্ছে দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। অন্ধ্রপ্রদেশ (২৫) এবং তেলঙ্গানা (১৭)-র সব আসনেই ভোট হয়ে যাচ্ছে সোমবার। তা ছাড়াও উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোটগ্রহণ হবে আজ। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনেও ভোট হবে।