Lok Sabha Election 2024

সারা দেশে ভোট পড়ল ৬০.০৯ শতাংশ, ভোটদানের হারে এগিয়ে বাংলা, জানাল কমিশন

সোমবার দেশের পঞ্চম দফায় ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের সাত লোকসভা কেন্দ্র-সহ দেশের মোট ৪৯টি আসনে ভোটগ্রহণ এই পঞ্চম দফায়। ভোট হচ্ছে দেশের আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ০৭:০০
Share:

ভোটারের লাইনে মহিলারা। ছবি পিটিআই।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২১ মে ২০২৪ ০০:২৭ key status

রাত সাড়ে ১১টা পর্যন্ত সারা দেশে ভোট পড়ল ৬০.০৯ শতাংশ

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চম দফার ভোটে দেশের ৪৯টি আসনে রাত সাড়ে ১১টা পর্যন্ত ৬০.০৯ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে বেশি পড়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যের সাতটি আসনে ভোটদানের হার ৭৪.৬৫ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে। সে রাজ্যের ১৩টি আসনে ভোটদানের হার ৫৪.২৯ শতাংশ। বিহারের পাঁচটি আসনে ভোটদানের হার ৫৪.৮৫ শতাংশ। জম্মু-কাশ্মীরের একটি আসনে ভোট পড়েছে ৫৬.৭৩ শতাংশ। ঝাড়খণ্ডের তিনটি আসনে ভোটদানের হার ৬৩.০৭ শতাংশ। লাদাখের একটি আসনে ভোটের হার ৬৯.৬২ শতাংশ। ওড়িশার পাঁচটি আসনে ৬৭.৫৯ শতাংশ এবং উত্তরপ্রদেশের ১৪টি আসনে ৫৭.৭৯ শতাংশ ভোট পড়েছে।

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১৬:১০ key status

ভোটদানে এগিয়ে পশ্চিমবঙ্গ, তালিকার শেষে মহারাষ্ট্র

নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুর তিনটে পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে বাংলা। ভোট পড়েছে ৬২.৭২ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়ল মহারাষ্ট্রে (৩৮.৭৭ শতাংশ)। এ ছাড়াও বিহারে ৪৫.৩৩ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৪৪.৯ শাতংশ, ঝাড়খণ্ডে ৫৩.৯ শতাংশ, লাদাখে ৬১.২৬ শতাংশ, ওড়িশায় ৪৮.৯৫ শতাংশ এবং উত্তরপ্রদেশে ৪৭.৫৫ শতাংশ।

Advertisement
শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১৫:৫০ key status

দুপুর ৩টে পর্যন্ত ৪৯ আসনে ভোটদানের হার ৪৭ শতাংশের বেশি

নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুর ৩টে পর্যন্ত দেশের ৪৯ আসনে ভোট পড়ল ৪৭.৫৩ শতাংশ। 

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১৩:৫১ key status

দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে লাদাখ

ভোটদানের হার নিয়ে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ১১টা পর্যন্ত এগিয়ে ছিল পশ্চিমবঙ্গ। তবে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হারের পরিসংখ্যান অনুযায়ী আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে লাদাখে। সেখানে ভোট পড়েছে ৫২.০২ শতাংশ। তার পরেই আছে পশ্চিমবঙ্গ (৪৮.৪১ শতাংশ)। এ ছাড়াও ঝাড়খণ্ডে ভোট পড়েছে ৪১.৮১ শতাংশ, উত্তরপ্রদেশে ৩৯.৫৫ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৩৪.৭৯ শতাংশ, বিহারে ৩৪.৬২ শতাংশ, ওড়িশা ৩৫.৩১ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে (২৭.৭৮ শতাংশ)। দেশের ৪৯ আসনে গড় ভোট পড়ল ৩৬.৭৩ শতাংশ।

Advertising
Advertising
শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১৩:১৩ key status

পুত্র অর্জুনকে নিয়ে ভোটকেন্দ্রে সচিন তেন্ডুলকর

ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর সোমবার নিজের কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন। সঙ্গে ছিলেন তাঁর পুত্র অর্জুনও।

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১২:২৪ key status

অমেঠীতে নিজের কেন্দ্রে ভোট দিলেন স্মৃতি ইরানি

অমেঠী লোকসভার বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে এ বারও প্রার্থী করেছে বিজেপি। সোমবার সকাল থেকেই নিজের কেন্দ্রের ভোট পরিস্থিতি খতিয়ে দেখছেন স্মৃতি। অমেঠী লোকসভার অন্তর্গত গৌরীগঞ্জ গ্রামে ভোটও দেন তিনি। নিজের গ্রামে ভোট দিতে পেরে খুশি স্মৃতি। একই সঙ্গে সকলকে ভোট দেওয়ার জন্য আহ্বানও জানান তিনি। ২০১৯ সালে লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী রাহুলকে হারিয়েছিলেন স্মৃতি। এ বার তাঁর বিরুদ্ধে কিশোরীলাল শর্মাকে প্রার্থী করেছে হাতশিবির।  

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১২:১৫ key status

রায়বরেলীর হনুমান মন্দিরে পুজো দিলেন রাহুল

দেশের ৪৯ আসনের মধ্যে সোমবার উত্তরপ্রদেশের রায়বরেলীতে ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে রাহুল গান্ধীকে। রায়বরেলীর ভোটার না হলেও ভোটের দিন নিজের কেন্দ্রেই রয়েছেন তিনি। পুজো দিলেন হনুমান মন্দিরে। 

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১১:৫৮ key status

সকাল ১১টা পর্যন্ত দেশের ৪৯ আসনে ভোট পড়ল ২৩.৬৬ শতাংশ

কমিশন সূত্রে খবর, প্রথম চার ঘণ্টায় দেশের ৪৯ আসনে গড় ভোটদানের হার ২৩.৬৬ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। এ রাজ্যে ভোটদানের হার ৩২.৭ শতাংশ। তার পরেই আছে লাদাখ (২৭.৮৭ শতাংশ)। ভোটদানের হারে তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ (২৭.৭৬ শতাংশ)। এ ছাড়াও ঝাড়খণ্ডে ভোট পড়েছে ২৬.১৮ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ২১.৩৭ শতাংশ, বিহারে ২১.১১ শতাংশ, ওড়িশা ২১.০৭ শতাংশ এবং মহারাষ্ট্রে ১৫.৯৩ শতাংশ।

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১১:৪৩ key status

ভোট বয়কটের ডাক কৌশাম্বী লোকসভা কেন্দ্রের বুথে

উত্তরপ্রদেশের কৌশাম্বী লোকসভা কেন্দ্রের হিসামপুর মাধো গ্রামের এক বুথে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। ওই গ্রামের সিরাথুর উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোটকেন্দ্রের এক বুথে ভোট দিতে গেলেন না গ্রামবাসীরা। ওই বুথে ১৭০০ জন ভোটারের নাম নথিভুক্ত ছিল। কিন্তু কেউই ভোট দিতে আসেননি। ভোটারদের দাবি, কোনও জনপ্রতিনিধিই কথা রাখেন না। রাস্তা, রেল পরিষেবা নিয়ে দীর্ঘ দিনের অভিযোগ গ্রামবাসীদের। তবে প্রশাসনের তরফে কোনও আশ্বাস না মেলায় ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১১:২৭ key status

মেয়ে এষাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন হেমা মালিনী

এ বারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মথুরা থেকে অভিনেত্রী-রাজনীতিবিদ হেমা মালিনীকে। দ্বিতীয় দফায় এই আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মথুরা প্রার্থী হলেও হেমা মুম্বইয়ের ভোটার। সোমবার, পঞ্চম দফায় মুম্বইয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কন্যা এষা দেওলও।

ভোট দিয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র।

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১০:০০ key status

ভোটদানে এগিয়ে পশ্চিমবঙ্গ

কমিশন সূত্রে খবর,সকাল ৯টা পর্যন্ত বাংলার সাত-সহ দেশের ৪৯টি লোকসভা আসনে সামগ্রিক ভাবে ভোট পড়ল ১০.৪ শতাংশ। ভোটদানের হারে এগিয়ে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে ভোট পড়েছে ১৫.৩৫ শতাংশ। এ ছাড়াও উত্তরপ্রদেশে ভোটদানের হার ১২.৮৯ শতাংশ, ঝাড়খণ্ডে ১১.৬৮ শতাংশ, লাদাখে ১০.৫১ শতাংশ, বিহারে ৮.৮৬ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৭.৬৩ শতাংশ, ওড়িশা ৬.৮৭ শতাংশ এবং মহারাষ্ট্রে ৬.৩৩ শতাংশ। 

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ০৯:৪৮ key status

প্রথম দু’ঘণ্টায় দেশে ভোট পড়ল ১০ শতাংশের বেশি

সকাল ৯টা পর্যন্ত ৪৯ আসনে ভোটদানের হার ১০.২৮ শতাংশ। নির্বাচন সূত্রে এমনটাই জানানো হয়েছে।

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ০৯:২৪ key status

‘গর্বের মুহূর্ত’, ভোট দিয়ে বললেন আরবিআই গভর্নর

ভোটাধিকার প্রয়োগ করে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ‘‘এটা প্রত্যেক ভারতীয়ের কাছে গর্বের মুহূর্ত। আমি নির্বাচন কমিশন এবং সারা দেশে ভোটের কাজ করা প্রত্যেক কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই।’’

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ০৯:১৭ key status

মুম্বইয়ে ভোট দিলেন সান্যা মলহোত্র, জাহ্নবী কপূর, রাজকুমার রাও

সকাল থেকেই বলি তারকাদের ভোট উৎসবে শামিল হতে দেখা যাচ্ছে। সকাল সকাল অক্ষয় কুমার ভোট দেন। তার পর দেখা যায় অভিনেত্রী সান্যা মলহোত্রকে ভোটাধিকার প্রয়োগ করতে।

মুম্বইয়ে ভোট দিলেন অভিনেত্রী জাহ্নবী কপূরও। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আমি সকলকে অনুরোধ করব, আপনারা বেরিয়ে আসুন এবং ভোট দিন।’’ অভিনেতা রাজকুমার রাওকে সকাল সকাল ভোট দিতে দেখা যায়।

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ০৯:০০ key status

ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল

মুম্বই উত্তর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল ভোট দিলেন নিজের কেন্দ্রে। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ‘‘আমি মনে করি মুম্বইবাসী আজ বাড়ি থেকে বেরিয়ে আসবেন এবং রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবেন।’’

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ০৮:০৪ key status

ভোটাধিকার প্রয়োগ করলেন অনিল অম্বানী

সোমবার সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন শিল্পপতি অনিল অম্বানী। দক্ষিণ মুম্বই লোকসভা কেন্দ্রের কোলাবাতে ভোট দিলেন তিনি।

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ০৭:৫৭ key status

ভারতে প্রথম ভোট দিলেন অক্ষয় কুমার

সকাল সকালই ভোট দিলেন অভিনেতা অক্ষয় কুমার। মুম্বইয়ের এক ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ‘‘আমি চাই আমার ভারত বিকশিত, মজবুত থাকুক। সেটা মাথায় রেখেই আমি ভোট দিয়েছি। সকলকে বলব ভোট দেওয়ার জন্য।’’ সম্প্রতি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন বলিউডের ‘খিলাড়ি’। এটাই দেশে তাঁর প্রথম ভোটদান। আগে তিনি কানাডার নাগরিক ছিলেন।

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ০৭:২৬ key status

ভোট উৎসবে শামিল হওয়ার আবেদন মোদীর

ভোটগ্রহণ শুরুর আগেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে ভোটারদের ভোট উৎসবে শামিল হওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা-সহ পাঁচ ভাষায় পোস্ট করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনের যে সব কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানে রেকর্ড সংখ্যায় ভোটদানের জন্য সকলের কাছে আর্জি জানাচ্ছি। বিশেষ করে মহিলা এবং তরুণ ভোটারদের কাছে তাঁদের ভোটাধিকার প্রয়োগের আবেদন জানাচ্ছি।’’

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ০৭:০০ key status

শুরু হল ভোটগ্রহণ

ঘড়ির কাঁটায় সকাল সাতটা। শুরু হল পঞ্চম দফার ভোটগ্রহণ। দেশের ৪৯ আসনে সোমবার ভোটগ্রহণ চলছে।

শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ১৮:৪৮ key status

পঞ্চম দফায় নজরে কারা?

সোমবার পঞ্চম দফায় একঝাঁক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটারেরা। সোমবার নজরে থাকবে রায়বরেলী আসনে। এই আসনে প্রার্থী নির্বাচন নিয়ে কংগ্রেসের মধ্যে টানাপড়েন দেখা গিয়েছিল। একেবারে শেষ পর্যায়ে রাহুল গান্ধীকে প্রার্থী করে হাতশিবির। এ ছাড়াও অমেঠী আসনের দিকেও নজর থাকবে। এই কেন্দ্রে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। লখনউ থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ। সারণ লোকসভা কেন্দ্রে আরজেডি এ বার প্রার্থী করেছে লালু প্রসাদ-কন্যা রোহিনীকে। এ ছাড়াও নজরে থাকবেন ন্যাশনাল কনফারেন্স প্রার্থী ওমর আবদুল্লা, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement