Lok Sabha Election 2024

বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের মনোনয়নের সময় হাজির থাকবেন শুভেন্দু, সিদ্ধান্ত বিজেপির

সন্দেশখালিতে রেখাকে বিজেপি প্রার্থী করতে বড় ভূমিকা নিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের দিনে শুভেন্দুকে হাজির থাকতে বলা হয়েছে। গত রবিবার সন্দেশখালিতে রেখাকে নিয়ে একটি মিছিল করেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ১৯:৪৪
Share:

শুভেন্দু অধিকারী ও রেখা পাত্র। ছবি: ফেসবুক।

বসিরহাট লোকসভা আসনে বিজেপির প্রার্থী রেখা পাত্রকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ফোনালাপ প্রকাশ্যে আসার পর থেকেই বসিরহাট নিয়ে বিজেপি কর্মীদের আগ্রহ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এমনকি, কেন্দ্রীয় নেতৃবৃন্দও বসিরহাটে বিজেপির রেখাকে প্রার্থী করাকে নিজেদের মোক্ষম চাল হিসাবেই দেখছে। এ ছাড়াও প্রধানমন্ত্রী মোদী যে ভাবে স্বয়ং তাঁর সঙ্গে কথা বলে উৎসাহ দিয়েছেন তাতে ওই আসন নিয়ে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তাই শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, লড়াইয়ের বার্তা তীব্র করতে রেখার মনোনয়নের সময় হাজির থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, সন্দেশখালিতে ইডির আক্রান্ত হওয়ার পর থেকেই ধারাবাহিক ভাবে সেখানে গিয়েছিলেন শুভেন্দু। পরে যখন শাহজাহান শেখ, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে সন্দেশখালির মহিলারা বিদ্রোহ করে একের পর এক অভিযোগ করতে শুরু করেন, তখনও সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে তাঁদের পাশে থেকেছিলেন নন্দীগ্রাম বিধায়ক।

Advertisement

এ ছাড়াও সন্দেশখালিতে রেখাকে বিজেপি প্রার্থী করতে বড় ভূমিকা নিয়েছিলেন বিরোধী দলনেতা। তাই প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের দিনেই শুভেন্দুকে হাজির থাকতে বলা হয়েছে। গত রবিবার সন্দেশখালিতে রেখাকে নিয়ে একটি মিছিল করেছিলেন তিনি। ওই দিনই বিজেপি প্রার্থীকে তিনি জানিয়েছেন যে তাঁর মনোনয়নের দিন হাজির থাকবেন। সে ভাবেই তাঁর কর্মসূচি সাজাতে নির্দেশ দিয়েছেন। যদিও, বিজেপি নেতৃত্বের কথায়, বসিরহাটে ভোট হবে ১ জুন। তাই এখনও প্রায় দু’মাস বাকি রয়েছে। এখনও বসিরহাট নিয়ে বিজেপির অনেক পরিকল্পনা আছে, রেখার মনোনয়ন দাখিলের দিন বিরোধী দলনেতার উপস্থিত থাকাও সেই পরিকল্পনারই অঙ্গ। তা ছাড়া রেখা রাজনীতিতে নতুন, তাই তৃণমূলের মতো শাসকদলের বিরুদ্ধে লড়াইয়ে প্রার্থী যাতে কোনও ভাবেই নিজেকে দুর্বল না মনে করেন, তাই শুভেন্দু তাঁর মনোনয়ন দাখিলের সময় রেখার পাশেই থাকবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement