Lok Sabha Election 2024

উৎসবের মঞ্চেও কাটমানির নালিশ, হিরণের নিশানায় দেব

মঙ্গলবার বিকেল ৫টায় কেশাপাট গ্রাম পঞ্চায়েত এলাকার যোগীবাড় নবারুণ সঙ্ঘের দোল উৎসবে যোগ দেওয়ার কথা ছিল বিজেপি প্রার্থী অভিনেতা হিরণের। তবে পৌঁছতে বেশ খানিকটা দেরি হয়েছে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাঁশকুড়া শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৪ ০৭:৩১
Share:

যোগীবাড় গ্রামে মঙ্গলবার রাতে হিরণ। নিজস্ব চিত্র —নিজস্ব চিত্র।

লোকসভা ভোটের আগে ফের জনসংযোগে পাঁশকুড়ায় এলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। যোগ দিলেন দোল উৎসবে। আর সেই ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকেও ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বী দেবকে কড়া ভাষায় আক্রমণ করলেন হিরণ। রাতের অন্ধকারেও হিরণকে দেখতে রাস্তায় ভিড় ছিল।

Advertisement

মঙ্গলবার বিকেল ৫টায় কেশাপাট গ্রাম পঞ্চায়েত এলাকার যোগীবাড় নবারুণ সঙ্ঘের দোল উৎসবে যোগ দেওয়ার কথা ছিল বিজেপি প্রার্থী অভিনেতা হিরণের। তবে পৌঁছতে বেশ খানিকটা দেরি হয়েছে যায়। শেষমেশ সন্ধে সাড়ে ৬টা নাগাদ পাঁশকুড়ার মহৎপুরে পৌঁছন অভিনেতা-প্রার্থী। হিরণকে দেখার জন্য রাস্তার বিভিন্ন জায়গায় ভিড় করেছিলেন তাঁর অনুরাগীরা। ভিড়ের চাপে প্রায় ৩ কিলোমিটার পথ অতিক্রম করতেই লেগে যায় ২ ঘণ্টা । রাত সাড়ে ৮ টায় দোল উৎসবের মঞ্চে এসে পৌঁছন হিরণ। যোগীবাড় গ্রামেও ভিড় ছিল নজরকাড়া।

মঞ্চে বক্তৃতা করতে উঠেই প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী অভিনেতা দেবকে কড়া ভাষায় আক্রমণ করেন হিরণ। অভিযোগ করেন, ‘‘এখানকার আগের সাংসদ ৩০ শতাংশ কাটমানি ছাড়া কোনও কাজ করতেন না। উনি গরু চুরি, বালি চুরি-সহ সমস্ত রকমের চুরির সাথে যুক্ত।’’ উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে কেশাপাট তৃণমূলের হাতছাড়া হয়েছে। এখানে বোর্ড গঠন করেছে বিজেপি। এ দিন সেই প্রসঙ্গ টেনে উপস্থিত জনতার উদ্দেশ্যে হিরণ বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনে আপনারা যেমন এখানে তৃণমূলকে হারিয়েছেন, তেমনই লোকসভা নির্বাচনেও এখান থেকে লিড দেবেন।’’ যোগীবাড়ের কর্মসূচি শেষ করে হিরণ পাঁশকুড়ার চাঁপাডালির রওনা দেন আরেকটি জনসংযোগ কর্মসূচিতে অংশ নিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement