Helicopter Crash

অবতরণের সময় ভেঙে পড়ল উদ্ধবসেনা নেতার হেলিকপ্টার, ভোটপ্রচারে যাওয়ার আগেই দুর্ঘটনা, আহত পাইলট

হেলিকপ্টার ভেঙে পড়ার সেই দৃশ্য প্রকাশ্যে এসেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, নীল-সাদা রঙের একটি হেলিকপ্টার ধুলো উড়িয়ে হেলিপ্যাডে নামার চেষ্টা করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২৪ ১৩:১৩
Share:

হেলিকপ্টার ভেঙে পড়ার সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।

ভোটপ্রচারে যাওয়ার আগেই বিপত্তি। বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন মহারাষ্ট্রের উদ্ধবসেনার নেতা সুষমা আন্ধারে। শুক্রবার সকালে রায়গড়ে ভোটপ্রচারে যাওয়ার কথা ছিল সুষমার। সেই অনুযায়ী মাহাড়ে একটি হেলিপ্যাডও বানানো হয়। ওই হেলিপ্যাড থেকেই হেলিকপ্টারে চেপে জনসভায় যেতেন সুষমা। সেখানে নির্ধারিত সময়ে পৌঁছেও গিয়েছিলেন উদ্ধবসেনার এই নেতা।

Advertisement

কিন্তু হেলিকপ্টারটি হেলিপ্যাডে নামার আগেই বেসামাল হয়ে পড়ে। আচমকাই সেটি মাটিতে আছড়ে পড়ে কয়েক বার পাল্টি খায়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন হেলিকপ্টারের পাইলট। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চোখের সামনে এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন সুষমা। যদিও তিনি পরে গাড়িতে করেই ভোটপ্রচারের জন্য রায়গড়ের উদ্দেশে রওনা হন।

হেলিকপ্টার ভেঙে পড়ার সেই দৃশ্য প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, নীল-সাদা রঙের একটি হেলিকপ্টার ধুলো উড়িয়ে হেলিপ্যাডে নামার চেষ্টা করছে। মাটি থেকে ফুট দশের উপরে আচমকাই সেটি বেসামাল হয়ে পড়ে। পাইলট কপ্টারটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। কিন্তু পারেননি। কপ্টারটি এর পর আছড়ে পড়ে মাটিতে। হেলিকপ্টারের রোটর ব্লেড কয়েক টুকরো হয়ে যায়। সেটি কয়েক বার পাল্টিও খায়। এই ঘটনায় মাহাড়ে হুলস্থুল পড়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement