Lok Sabha Election 2024

গনিখানের ইচ্ছে মতো সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়েছে তৃণমূল, অধীরকে বিঁধে মন্তব্য ফিরহাদের

রবিবার মালদহে তৃণমূলের দুই প্রার্থীর প্রচারে গিয়েছিলেন ববি। কর্মিসভায় বক্তৃতা করার সময় তিনি বাম, কংগ্রেস ও বিজেপিকে একই বন্ধনীতে রেখেই বিঁধলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৪ ২৩:২৯
Share:

রাজ্যের মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম। —ফাইল চিত্র।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে আক্রমণ করতে গিয়ে বরকত গনিখান চৌধুরীর প্রসঙ্গ টানলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম। তাঁর দাবি, গনিখান এক সময় সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার কথা বলতেন! সেই কংগ্রেসের সঙ্গে বর্তমান কংগ্রেসের বিস্তর ফারাক। এখন প্রদেশ কংগ্রেস সভাপতি বিজেপির হয়ে দালালি করছেন বলে অভিযোগ করলেন ববি।

Advertisement

রবিবার মালদহে তৃণমূলের দুই প্রার্থীর প্রচারে গিয়েছিলেন ববি। কর্মিসভায় বক্তৃতা করার সময় তিনি বাম, কংগ্রেস ও বিজেপিকে একই বন্ধনীতে রেখেই বিঁধলেন। বললেন, ‘‘বরকতদার কংগ্রেস এখন আর নেই। উনি বলেছিলেন, সিপিএমকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে হবে। সেই কাজ তৃণমূল করেছে। বরং এখনকার কংগ্রেসের যিনি বাংলার হর্তাকর্তা, সেই অধীর চৌধুরী বিজেপির হয়ে সত্যিকারের দালালি করছেন।’’

ফিরহাদের মঞ্চে ছিলেন তৃণমূলের মালদহ দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান এবং মালদহ উত্তরের প্রসূন বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী বলেন, ‘‘গত মালদহে নির্বাচনের অঙ্কটা ছিল অন্য রকম। কিন্তু এ বার যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মালদহের দু’টি লোকসভা কেন্দ্রে দুই প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন। কারণ, মানুষ আর ওই সব দলকে সহ্য করছে না। মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন, তাতেই জয় নিশ্চিত।’’

Advertisement

পাল্টা বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘পুরো দলটাকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে। মানুষ দৃঢ়প্রতিজ্ঞ তৃণমূলকে বিসর্জন দেবেন তাঁরা। পশ্চিমবঙ্গের মানুষকে এই ধরনের মন্তব্য, রণহুঙ্কার কয়েক মাস সহ্য করতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement