গ্রাফিক: শৌভিক দেবনাথ।
পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার নিয়োগ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকেই তিনি দায়িত্ব নেবেন বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কমিশন। পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন ২০১৬ ব্যাচের আইপিএস অফিসার সোনওয়ানে কুলদীপ সুরেশ। তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ডিসি (সেন্ট্রাল) পদে কর্মরত ছিলেন।
সোমবারই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে সরিয়ে দেয় কমিশন। ওই জেলায় এসপি ছিলেন ধৃতিমান সরকার। নির্বাচনের সঙ্গে কোনও সম্পর্ক থাকবে না, এমন পদে তাঁকে বদলি করার নির্দেশ দেয় কমিশন। ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে মেদিনীপুরে। তার আগেই পুলিশ সুপারের বদলিতে রাজ্য রাজনীতি সরগরম হয়ে ওঠে। এই ঘটনাকে ‘মোদীর গ্যারান্টি’ বলেও খোঁচা দিয়ে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, যে জেলায় বিজেপি নেতাকে হিসাব-বহির্ভূত নগদের সঙ্গে ধরেছে পুলিশ, সেই জেলারই এসপিকে সরিয়ে দিল কমিশন। এটাই ‘মোদীর গ্যারান্টি’। সোমবার পশ্চিম মেদিনীপুরের এসপিকে সরানোর আগের দিন অর্থাৎ রবিবারে পুরুলিয়া জেলার এসপিকেও সরিয়ে দেয় কমিশন। মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়, নির্বাচনের কোনও কাজে সঙ্গে যুক্ত থাকতে পারবেন না পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
পুরুলিয়ার এসপি ছাড়াও আরও তিন পুলিশ আধিকারিককে ভোটের কাজ থেকে অব্যাহতি দেয় কমিশন। ওই তিন পুলিশ আধিকারিক পূর্ব মেদিনীপুর জেলার। কাঁথির এসডিপিও পদ থেকে সরানো হয় দিবাকর দাসকে। তাঁর জায়গায় সোমবার দায়িত্ব দেওয়া হয় আজাহারউদ্দিন খানকে। ওই জেলার পটাশপুর থানার ওসি রাজু কুন্ডুকে নির্বাচনের কাজ থেকে সরিয়ে দিয়েছে কমিশন। এ ছাড়াও ভূপতিনগর থানার ওসিকেও সরিয়ে দেওয়া হয়েছে।