চন্দ্রবাবু নায়ডু (বাঁ দিকে) এবং ওয়াইএস জগন্মোহন রেড্ডি। —ফাইল চিত্র।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুকে নোটিস ধরাল নির্বাচন কমিশন। চন্দ্রবাবুকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
গত ৩১ মার্চ অন্ধ্রের বাপাতলা, ইয়েম্মিগানুর এবং মারকাপুরমে দলীয় প্রচারসভায় গিয়েছিলেন চন্দ্রবাবু। অভিযোগ, সেখানে তিনি ওয়াইএসআর কংগ্রেসের প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী জগনের বিরুদ্ধে ‘রাক্ষস’, ‘পশু’-সহ একাধিক আপত্তিকর বিশেষণ ব্যবহার করেন। চন্দ্রবাবুর বক্তব্যের ভিডিয়ো নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় জগনের দল। অভিযোগ জানান ওয়াইএসআর কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক লেল্লা আপ্পি রেড্ডি।
অভিযোগের প্রেক্ষিতে চন্দ্রবাবুর বক্তব্য খতিয়ে দেখে অন্ধ্রের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। প্রাথমিক ভাবে কমিশনের মত, চন্দ্রবাবুর মন্তব্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি (এমসিসি) লঙ্ঘিত হয়েছে। তার পরেই টিডিপি প্রধানকে নোটিস পাঠায় কমিশন। ৪৮ ঘণ্টার মধ্যে চন্দ্রবাবুকে তাঁর ওই মন্তব্যের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। প্রসঙ্গত, অন্ধ্রে লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা ভোট হবে। সে রাজ্যে নির্বাচনী লড়াইয়ে আছে জগনের দল ওয়াইএসআর কংগ্রেস, কংগ্রেস এবং এনডিএ জোটের তিন শরিক টিডিপি, বিজেপি আর অভিনেতা-রাজনীতিক পবন কল্যাণের জনসেনা পার্টি।