Lok Sabha Election 2024 Results

আক্রান্ত কার্যালয়ে বাম-কংগ্রেসের দল

লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী, মালদহ জেলার সব বিধানসভা আসনেই পিছিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোট যাঁরা বিরোধী দলের এজেন্ট হয়েছিলেন, নানা জায়গাতেই তাঁদের উপরে হামলার অভিযোগ আসছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ০৭:০৬
Share:

—প্রতীকী ছবি।

লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগ করছে বিরোধীরা। মালদহে রবিবারই তাদের এক জন কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ কংগ্রেসের। লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী, মালদহ জেলার সব বিধানসভা আসনেই পিছিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোট যাঁরা বিরোধী দলের এজেন্ট হয়েছিলেন, নানা জায়গাতেই তাঁদের উপরে হামলার অভিযোগ আসছে। ভাঙচুর হয়েছে সিপিএম ও কংগ্রেসের দলীয় কার্যালয়ও। এমন পরিস্থিতিতে বাম ও কংগ্রেসের প্রতিনিধিরা যাচ্ছেন ভাঙচুর হওয়া কার্যালয়ে। যাদবপুরের হালতুতে এ দিন বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি আক্রান্ত কার্যালয় ঘুরে দেখেন সিপিএমের সৃজন ভট্টাচার্য, কংগ্রেসের সৌম্য আইচ রায়-সহ অন্যেরা। আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশিই তাঁদের আর্জি, ভোটে জয়ের পরেও এই আক্রমণ বন্ধ করুক শাসক দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement