Lok Sabha Election 2024

৫ প্রার্থী চূড়ান্ত করল কংগ্রেস

প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা জানান, ৫টি লোকসভা কেন্দ্রে এক জনেরই নাম নির্বাচিত হয়েছে প্রার্থী হিসেবে। বাকি ৯টি লোকসভা কেন্দ্রে একাধিক নাম এসেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৪৮
Share:

—প্রতীকী ছবি।

আসন্ন লোকসভা ভোটের জন্য অসমে অন্তত ৫টি আসনে প্রার্থী চূড়ান্ত করল কংগ্রেস। কিন্তু বিতর্কিত নগাঁও আসন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সেই সঙ্গে বাকি ৯টি আসনে বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’ ও বিরোধী ঐক্য মঞ্চের শরিকদের ক’টি আসন ছাড়া হবে তা নিয়েও জটিলতা চলছে। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা জানান, ৫টি লোকসভা কেন্দ্রে এক জনেরই নাম নির্বাচিত হয়েছে প্রার্থী হিসেবে। বাকি ৯টি লোকসভা কেন্দ্রে একাধিক নাম এসেছে। অন্য শরিকদেরও দাবি রয়েছে। তাঁর আশা, ২২ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থী তালিকা তৈরি হয়ে যাবে।

Advertisement

‘ইন্ডিয়া’য় থাকলেও আপ অসমের তিনটি আসনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে। তা নিয়ে ভূপেন বলেন, “আপ আমাদের সঙ্গে কথা বলে প্রার্থী ঘোষণা করেনি। এখন শরিকেরা আলাদা লড়লেও ভোটের পরে বিজেপি বিরোধিতায় ফের এক জোট হয়ে লড়ব।’’ এ দিকে রাজ্য তৃণমূলের সভাপতি রিপুন বরা বলেন, “আমরা চারটি আসনে লড়ার জন্য তৈরি। এখন সময়ের অপেক্ষা। প্রার্থীদের বলেছি টিকিট যদি শেষ পর্যন্ত না-ও পায়, দলের জমি মজবুত করে রাখতে হবে।” কোন পাঁচ আসনে কংগ্রেসের প্রার্থী চূড়ান্ত হয়েছে তা খোলসা করেননি ভূপেন। অবশ্য দলীয় সূত্রে খবর, কাজিরাঙায় রোজলিনা তির্কি, ডিফুতে জয়রাম ইংলেং, কোকরাঝাড়ে গর্জন মুশাহারি, লখিমপুরে উদয়শঙ্কর হাজরিকা প্রার্থী হবেন। নগাঁওয়ের চামাগুড়ির বিধায়ক রকিবুল হুসেনকে ধুবুড়িতে ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। দলের কার্যবাহী সভাপতি রাণা গোস্বামী বলেন, যোরহাট, নগাঁও, করিমগঞ্জেও কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে।

নগাঁওয়ে কলিয়াবরের সাংসদ গৌরব গগৈয়ের সঙ্গে বর্তমান সাংসদ প্রদ্যোৎ বরদলৈয়ের দ্বন্দ্ব চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement