Lok Sabha Election 2024

বিয়ের মণ্ডপে বসার আগে বুথে ছুটলেন কর্নাটকের তরুণী, ছাড়তে চাননি প্রথম বারের ভোট

চিকমাগালুরের মুদিগেরে তালুকে বসেছিল বিয়ের আসর। কুন্ডুর গ্রামে ছিল ভোটগ্রহণ বুথ। সেখান থেকে ঘণ্টাখানেকের দূরত্বে ছিল বিয়ের আসর। বিয়ের আগে বুথে ছুটে যান সৌম্যা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২০:৩৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পরনে কাঞ্জিভরম শাড়ি। গায়ে গয়না। সে সব পরেই বুথে গিয়ে শুক্রবার ভোট দিলেন কর্নাটকের চিকমাগালুরের কয়েক জন কনে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ ছিল শুক্রবার। নিজেদের ভোটটা নষ্ট করতে চাননি এই কনেরা।

Advertisement

শুক্রবার দেশে ৮৮টি লোকসভা কেন্দ্রে ছিল ভোটগ্রহণ। চিকমাগালুরের মুদিগেরে তালুকে বসেছিল বিয়ের আসর। কুন্ডুর গ্রামে ছিল ভোটগ্রহণ বুথ। সেখান থেকে ঘণ্টা খানেকের দূরত্বে বসেছিল বিয়ের আসর। বিয়ের আগে বুথে ছুটে যান সৌম্যা। এ বছরই প্রথম ভোট দিলেন তিনি। সাংবাদিকদের জানিয়েছেন, বিয়ের দিনই ভোট পড়ে গিয়েছে। তা বলে ভোটদান থেকে বিরত থাকতে চাননি সৌম্যা। তাই বিয়ের মণ্ডপে বসার আগে ছুটে এসেছেন বুথে।

চিত্রদুর্গ তালুকের বিজাপুর গ্রামে আবার বিয়ের পরেই বুথে ছুটে এসেছেন নবদম্পতি। নাম অরুণ এবং কাব্য। চামারাজানগরে বিয়ে করতে যাওয়ার আগে বুথে ছুটে যান এক যুবক।

Advertisement

শুক্রবার কর্নাটকের ১৪টি লোকসভা কেন্দ্রে ছিল ভোট। দুপুর ৩টে পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৫০.৯ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement