Lok Sabha Election 2024

ব্যারাকপুরে পার্থের জয়ের পর তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপি সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ

বিজয় মিছিল থেকে বিজেপি কর্মীর বাড়িতে হামলার খবর পাওয়ার পর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান ওই পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন। ভবিষ্যতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ১২:০৭
Share:

ব্যারাকপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা। — নিজস্ব চিত্র।

লোকসভা ভোটের ফলপ্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে সন্ত্রাসের অভিযোগ। ব্যারাকপুরে তৃণমূলের বিজয় মিছিল থেকে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। আক্রান্ত বিজেপি সমর্থকের পাশে থাকার আশ্বাস তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের।

Advertisement

লোকসভার ভোটের ফলপ্রকাশের পর শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের জয়ের পর বিজয় মিছিল বার করেন ব্যারাকপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। অভিযোগ, বিজয় মিছিল থেকে বিজেপি কর্মী বাবু নাগের বাড়িতে ভাঙচুর চালানো হয়। সে সময় বাড়িতে ছিলেন না বাবু। ছিলেন তার মা, স্ত্রী এবং সন্তানেরা। বাবুকে না পেয়ে তাঁর বাড়িতে কাচের বোতল, ইট ছোড়া হয়। ঘরে ঢুকেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

বিজেপি কর্মী বাবুর ছেলে রণজিৎ বলেন, ‘‘ব্যারাকপুরে পার্থ ভৌমিকের জয় ঘোষণা হওয়ার পর বিজয় মিছিল থেকে আমাদের বাড়িতে হামলা হয়। প্রায় দুশো জন এসেছিল। তার মধ্যে অনেকেই বহিরাগত। তৃণমূলের বাহিনীর ছোড়া ইট আমার বাচ্চার মাথায় লাগতে পারত। মা-কাকিমাদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছে। ফুলের টব, জলের ড্রাম ভেঙে দিয়েছে। ভাগ্যিস, বাড়ির দরজাটা আটকানো ছিল। তাই বেঁচে গিয়েছি। আমাকে আর বাবাকে পেলে হয়তো মেরেই ফেলতো। নিরাপত্তার অভাব বোধ করছি। পার্থ ভৌমিক স্যর, দয়া করে এটা দেখুন!’’

Advertisement

রাতভর আতঙ্কে কাটে পরিবারের। এই ঘটনার কথা শোনার পর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, ‘‘এই ধরনের ঘটনা কাম্য নয়। যে বা যারা করে থাকুক, এটা ভাল হয়নি। আমি যাব তাঁদের কাছে। সব সময় পাশে আছি। তাঁরা যাতে পরবর্তী সময়ে আর কোনও সমস্যায় না পড়েন, বিষয়টা আমি দেখব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement