Lok Sabha Election 2024

বিপ্লবের জনসংযোগে জোর লক্ষ্মীর ভান্ডারে

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি গঙ্গারামপুরের সভায় লোক না হওয়ার প্রসঙ্গে ‘অস্বস্তিতে’ পড়ে তৃণমূল।

Advertisement

শান্তশ্রী মজুমদার

বালুরঘাট শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৪ ০৯:২৩
Share:

হিলিতে প্রচারে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। ছবি: অমিত মোহান্ত।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আসনের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র শনিবার প্রচার-সভা করেন হিলি ত্রিমোহিনী, তিওড়, কামারপাড়া, মালঞ্চার মতো বিভিন্ন এলাকায়। তাঁর বেশির ভাগ সভাতেই মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বালুরঘাট পুর এলাকায় মিছিল করে একই আসনে বিজেপির প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বাড়ির সামনে দিয়েও হাঁটেন এ দিন বিপ্লব।

Advertisement

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি গঙ্গারামপুরের সভায় লোক না হওয়ার প্রসঙ্গে ‘অস্বস্তিতে’ পড়ে তৃণমূল। এ বার তিন দিন কলকাতায় বিরতির পরে জেলায় ফিরে প্রচারে ফাঁক রাখলেন না তৃণমূল প্রার্থী বিপ্লব। লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের দিয়েই অধিকাংশ সভা ভরিয়ে ফেলেছিলেন দলীয় কর্মীরা। বালুরঘাট ব্লকের কামারপাড়া হাটে বিপ্লব দাবি করেন, ‘‘সুকান্ত মজুমদার শুধু বন্ধ করতেই জানেন। আবাসন, গ্রামীণ কর্মসংস্থান বন্ধ করে দিয়েছেন। রেলের প্রকল্প বন্ধ রেখেছিলেন। ওয়াগন কারখানা বন্ধ করে দিয়েছেন। ওঁকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডারও বন্ধ করে দেবেন।’’

এ দিন হিলির ১৪ হাত কালীবাড়িতে পুজো দেন বিপ্লব। পরে মালঞ্চায় চায়ের আড্ডায় দলীয় কর্মী ও এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। বালুরঘাটে বিজেপি মোড় থেকে সুকান্তের বাড়ির সামনে দিয়ে যায় তাঁর মিছিল। তাঁকে পরিবারতন্ত্রের খোঁচা দিয়েছেন সুকান্ত। এ দিন বিপ্লবের পাল্টা জবাব, ‘‘যাঁর যোগ্যতা আছে, তাঁকেই দল দায়িত্ব দেয়। আত্মীয়তা দেখে সব হয় না।’’

Advertisement

বিপ্লবের প্রচারের প্রতিক্রিয়ায় বিজেপির গৌড়বঙ্গের নেতা শুভেন্দু সরকার বলেন, ‘‘আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বাড়বে, বন্ধ হবে না। তৃণমূল ভুল বোঝাচ্ছে। সুকান্ত মজুমদরের হাত ধরেই রেলের যাবতীয় উন্নয়ন জেলায় হয়েছে এবং হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement