অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি ফেসবুক।
অভিষেকের কথায়, ‘‘ভোট চাইতে এসে বিজেপি যদি টাকা দিতে আসে, তবে আপনি টাকাটা নিয়ে নেবেন। ওটা আপনার টাকা।’’
অভিষেক বলেন, ‘‘সন্দেশখালিতে বিজেপির মণ্ডল সভাপতি বলছেন প্রতি বুথে মদ খাওয়ানোর খরচ লাগবে পাঁচ হাজার টাকা। বাংলায় ৮০ হাজার বুথ আছে। তা হলে বিজেপির খরচ হবে ৪০ কোটি টাকা।’’
অভিষেক বলেন, ‘‘এই নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়ন, আবাস এবং যে আপনার পাশে থেকেছেন, তাঁকে সামনে রেখে ভোট দিন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমাদের সরকার ওদের (কেন্দ্র সরকার) অনেক বার বলেছে। কিন্তু কিছু হয়নি।’’
অভিষেক বলেন, ‘‘তফসিলি জাতির মানুষের উপর অত্যাচার সবচেয়ে বেশি হয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। তার পর মধ্যপ্রদেশ, রাজস্থান। সব রাজ্যেই সরকারে বিজেপি।’’
‘‘মহিলাদের অপমান করেছে বিজেপি। সন্দেশখালি নিয়ে কী ভাবে বাংলার মানসম্মান নষ্ট করেছে? বিজেপি নেতাই বলছেন, সন্দেশখালিতে কোনও ধর্ষণ হয়নি। আমরা মহিলাদের দু’হাজার টাকা দিয়ে ভুয়ো অভিযোগ করিয়েছি, তৃণমূলের নেতাদের গ্রেফতার করানোর জন্য। সারা দেশের কাছে বাংলার সম্মান নষ্ট করেছে। ’’
মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারকে নিশানা করলেন অভিষেক। তাঁর কথায়, ‘‘২০১৪ সালে রান্নার গ্যাসের দাম ছিল ৪০০ টাকা, এখন হাজার টাকা। পেট্রল-ডিজেল, তেল, ডিম, রসুন সব কিছুর দাম বেড়েছে।’’
অভিষেক বলেন, ‘‘আপনাদের লক্ষ্মীর ভান্ডার আমরা বুক দিয়ে আগলে রাখব। আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার ক্ষমতা কোনও নেতার নেই। আমি কথা দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বন্ধ করতে চাইলেও পারবেন না।’’
অভিষেক বলেন, ‘‘আরামবাগে প্রধানমন্ত্রী দু’মাসে দু’বার এসেছেন। কেন? নির্বাচন বলে। কোভিডের সময় ক’বার দেখেছেন? আমি শুনেছি, কৃষিজমি নষ্ট করে প্রধানমন্ত্রী সভা করেছেন।’’
অভিষেকের কথায়, ‘‘বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। বিজেপি সরকার ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে। জনবিরোধী বিজেপি, গরিববিরোধী বিজেপি। ১০০ দিনের টাকা আটকে রেখেছেন যাঁরা, তাঁদের ২০ তারিখ উচিত শিক্ষা দেওয়ার দিন।’’
আরামবাগের সভা থেকে অভিষেক বলেন, ‘‘আগামী ২০ তারিখ দিনটা ঐতিহাসিক। ২০১১ সালের ২০ মে ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে প্রথম বার বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। আর এই ২০ তারিখ আপনারা ভোট দিতে যাবেন। এটা কাকতালীয় নয়।’’
বুধবার আরামবাগ লোকসভা কেন্দ্রের পুরশুড়ার আদ্যা মা কোল্ড স্টোরেজ মাঠের জনসভায় পৌঁছলেন অভিষেক। শুরু করলেন বক্তৃতা। এই আসনে তৃণমূল প্রার্থী মিতালি বাগের বিপক্ষে বিজেপি অরূপকান্তি দীগরকে টিকিট দিয়েছে।
ভোটপ্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার অভিষেকের একটি জনসভা রয়েছে। তার পর একটি রোড-শোও করবেন তিনি। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে সভা করছেন অভিষেক। তার পর ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে রোড-শোও করার কথা রয়েছে তাঁর।