নির্বাচন কমিশনের উদ্দেশে চ্যালেঞ্জের সুরটা বেঁধে দিয়েছিলেন নিজেই। সোমবার তিনিই বেঁধে দিয়েছিলেন। মঙ্গলবার তাকে আরও চড়া করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের এই শেষ লগ্নে এসে নির্বাচন কমিশনের উদ্দেশে এই আক্রমণাত্মক মেজাজ আসলে যে আত্মবিশ্বাসহীনতারই লক্ষণ তাতে সংশয় থাকা উচিত নয়। আসলে শুধু কেন্দ্রীয় বাহিনীই নয়, এ যাবৎ তাঁবে থাকা পুলিশ প্রশাসনও যে এই রকম ব্যবহার করবে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি দোর্দণ্ডপ্রতাপ মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জনসভা থেকে তাই কি এই পুলিশ প্রশাসনের দিকেও কঠোর বার্তার ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
দু’মাস আগেও যে মুখে জয়ের সম্পর্কে ঈশাণ কোণেও সংশয়ের মেঘ ছিল না, আজ যুদ্ধের এই পর্বে এসে বিশ্বস্ত অনুচরদেরও অপরিচিত ব্যবহার কি আরও আত্মবিশ্বাসহীন করে তুলছে তৃণমূল নেত্রীকে?