এখনও সংকটজনক অবস্থা কাটেনি প্রাক্তন বিজেপি নেতা যশোবন্ত সিংহের। দিল্লির সেনা হাসপাতালে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে তাঁকে। সর্বক্ষণ নজরে রাখার জন্য গঠিত হয়েছে স্নায়ু বিশেষজ্ঞ এবং ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ মেডিক্যাল টিম। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, কোমায় থাকা যশোবন্তের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল।
বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান প্রাক্তন বিদেশমন্ত্রী যশোবন্ত সিংহ। সঙ্কটজনক অবস্থায় দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শুক্রবার সকালে তাঁর অস্ত্রোপচার হলেও কোমায় চলে যান তিনি। তখন থেকেই আইসিইউ-তে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে তাঁকে। শনিবার সকাল থেকে যশোবন্তের মঙ্গল কামনায় তাঁর নিজের রাজ্য রাজস্থানে শুরু হয়েছে যজ্ঞ ও বিশেষ প্রার্থনা। জয়সলমের বিকাশ সমিতির সম্পাদক চন্দ্রপ্রকাশ ব্যাস জানিয়েছেন, বৈশাখী মন্দিরে যশোবন্তের জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে।