শুক্রবার শপথ নেবে মহারাষ্ট্রের নতুন সরকার

আগামী ৩১ অক্টোবর মহারাষ্ট্রে নতুন বিজেপি সরকার শপথ নেবে। সোমবার বিজেপি সূত্রে এ কথা জানানো হয়েছে। দক্ষিণ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে খবর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৪ ২০:১৯
Share:

আগামী ৩১ অক্টোবর মহারাষ্ট্রে নতুন বিজেপি সরকার শপথ নেবে। সোমবার বিজেপি সূত্রে এ কথা জানানো হয়েছে। দক্ষিণ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে খবর।

Advertisement

বিজেপি জানিয়েছে, মহারাষ্ট্রে তাদের নব-নির্বাচিত ১২২ জন বিধায়ক মঙ্গলবার মুম্বইয়ে এক বৈঠকে বসবেন। ওই বৈঠকে তাঁরা পরিষদীয় দলের নেতা তথা মুখ্যমন্ত্রীকে বাছবেন বলে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, প্রবীণ নেতা জে পি নাড্ডা, ওমপ্রকাশ মাথুর-সহ বিজেপি-র শীর্ষনেতারা। তবে বিধানসভা নির্বাচনে ১২২টি আসন জিতে বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগারে’র থেকে মাত্র ২৩টি আসন দূরে থামতে হয়েছে বিজেপিকে। ফলে শিবসেনার সঙ্গে বোঝাপড়ার দরজা খোলা রাখছে তারা। যদিও সরকারি ভাবে এ বিষয়ে বিজেপি-র তরফে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। শিবসেনার সঙ্গে আলোচনার ফল যা-ই হোক, আগামী শুক্রবার বিধান পরিষদের নেতার নাম ঘোষণা করা নিশ্চিত বলে দলের তরফে জানানো হয়েছে। যদিও এ মুহূর্তে পূর্বতন জোটসঙ্গীর প্রতি যথেষ্ট নরম মনোভাব শিবসেনার। অন্য দিকে বিজেপি সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী নাম আলোচনায় এলেও ২৮৮টি আসনবিশিষ্ট বিধানসভায় মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে এখনও এগিয়ে বিজেপি-র তরুণ নেতা ও রাজ্য সভাপতি দেবেন্দ্র ফডণবীস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement