রমনার বটমূলে বিস্ফোরণে আট জঙ্গির মৃত্যুদণ্ড

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৪ ১৭:৩৬
Share:

হুজি প্রধান মুফতি আব্দুল হান্নান। ছবি: এপি।

তেরো বছর আগে নববর্ষের অনুষ্ঠানে বিস্ফোরণ ঘটানোর দায়ে সোমবার হুজি-র আট জঙ্গির মৃত্যুদণ্ডের নির্দেশ দিল বাংলাদেশের এক আদালত। এ দিন হুজি প্রধান মুফতি আব্দুল হান্নান-সহ বাকি সাত জনের মৃত্যুদণ্ডের নির্দেশ দেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা আদালতের বিচারপতি রুহুল আমিন। এদের মধ্যে পাঁচ জন এখনও অধরা। এ ছাড়া আরও ছয় জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

বাংলা বর্ষবরণ ‘ইসলামবিরোধী’, এই অভিযোগে ২০০১ সালের ১৪ এপ্রিল ঢাকায় রমনার বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই হামলায় ১০ জনের মৃত্যু হয়। এর আট বছর পর অর্থাত্ ২০০৯ সালে মুফতি-সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ এক দশক পর এই মামলার রায় ঘোষণা হল।

কড়া নিরাপত্তার মধ্যে এ দিন আদালতে হাজির করা হয় অভিযুক্তদের। রায় শুনতে ব্যাপক ভিড় জমে যায় আদালত চত্বরে। রায় ঘোষণা করে বিচারপতি আমিন বলেন, “দেশে অস্থিরতা ও ভয়ের আবহ তৈরি করতেই নিন্দনীয় এই হামলা চালানো হয়েছিল।” এই রায়ের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন সাজাপ্রাপ্তদের আইনজীবী।

Advertisement

২০০৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চালিয়ে প্রথম বার খবরের শিরোনামে উঠে আসে হুজি। সেই হামলায় হাসিনা অল্পের জন্য রক্ষা পেলেও, প্রাণ হারিয়েছিলেন ২৪ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement