মেলবোর্নে চতুর্থ দিনেও ব্যাটিং দাপট অজিদের

চতুর্থ দিনের শুরুতে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারল না ভারতীয় ব্যাটসম্যানরা। সোমবার দিনের শুরুতেই মাত্র তিন রান যোগ করার পরই ৪৬৫ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৪ ১৮:১৯
Share:

ওয়ার্নারের ব্যাটিং দাপট। ছবি: এপি।

চতুর্থ দিনের শুরুতে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারল না ভারতীয় ব্যাটসম্যানরা। সোমবার দিনের শুরুতেই মাত্র তিন রান যোগ করার পরই ৪৬৫ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। অন্য দিকে, এ দিন দ্বিতীয় ইনিংসের শুরুতেই ফের ব্যাটিংয়ে ঝড় তোলে অজিরা। সাত উইকেট হারিয়ে দিনের শেষে তারা ৩২৬ রানে এগিয়ে। শন মার্শের ৬২ রান এবং ক্রিস রজার্সের ৬৯ রানের উপর ভর করে এ দিন ২৬১ রান তোলে অস্ট্রেলিয়া। ওয়ার্নারের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে অসহায় দেখাচ্ছিল ভারতীয় বোলিংকে। দ্রুত ৪০ রান করার পর অশ্বিনের বলে এলবিডব্লিউ হন তিনি। এ দিন দু’টি করে উইকেট নেন ইশান্ত শর্মা ও অশ্বিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement