বাণিজ্য নগরীর মার্কিন প্রতিষ্ঠানগুলি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছিল মুম্বইয়ের এক যুবক। এমন অভিযোগেই রবিবার আনিস আনসারি নামের ওই যুবককে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা।
পুলিশের অভিযোগ, সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকে বেশ কিছু দিন আগে একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল কুরলার বাসিন্দা পেশায় কম্পিউটার অপারেটর আনিস। ভুয়ো পরিচয়ের আড়ালে সে নিয়মিত ফেসবুকের মাধ্যমে তার সন্ত্রাসের পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তা আদান প্রদান করত সেখানকার অন্য ‘বন্ধু’দের সঙ্গে।
নজরদারি চালানোর সময় হঠাত্ই আনিসের ফেসবুক অ্যাকাউন্টের পোস্টগুলির উপর নজর পড়ে সন্ত্রাস দমন শাখার আধিকারিকদের। সেগুলিকে খুঁটিয়ে দেখে তাঁদের চক্ষু তো চড়কগাছ। ওই আধিকারিকদের মতে, বৃহত্তর চক্রান্তে সামিল হয়েছিল আনিস। ‘বন্ধু’দের সঙ্গে তার চ্যাটগুলি বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, শহরের মার্কিন প্রতিষ্ঠানগুলিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তার। নজরে ছিল বান্দ্রার একটি স্কুলও। যদিও আনিসের অনলাইন বন্ধুদের পরিচয় গোপন রেখেছে পুলিশ।
আনিসের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে পুলিশ। সোমবার আদালতে তোলা হলে বিচারক তার ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।