ভোটের আগে মুর্শিদাবাদ-বর্ধমানে বোমা-সহ অস্ত্র উদ্ধার

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৪ ১৫:০৯
Share:

সোমবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে উদ্ধার হল প্রায় ৩০০টি তাজা বোমা। রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালখান্দিয়া গ্রামে একটি লিচুবাগানের মধ্যে থেকে উদ্ধার হয় বোমাগুলি। পুলিশ জানিয়েছে, এ দিন ভোর সাড়ে ছ’টা নাগাদ মাটির মধ্যে পুঁতে রাখা তিনটি জ্যারিকেনের মধ্যে ৩০০টি বোমা পাওয়া যায়। খবর দেওয়া হলে পুলিশ এসে বোমাগুলিকে উদ্ধার করে। আগামী ২৪ এপ্রিল এই এলাকায় লোকসভা নির্বাচন। তার আগে দু’সপ্তাহের মধ্যে এ নিয়ে তিন বার প্রচুর বোমা উদ্ধার হওয়ায় চিন্তিত প্রশাসন।
অন্য দিকে, বর্ধমানের আউসগ্রাম থেকেও উদ্ধার হয়েছে বেশ কিছু বোমা এবং অস্ত্রশস্ত্র। জেলার পুলিশ সুপার মিরাজ খালিদ জানিয়েছেন, ঘটনায় জড়িত সন্দেহে এ দিন সকালে স্থানীয় যমুনাদীঘি গ্রাম থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটা ছোরা-সহ একটা রিভালবার, এক রাউন্ড গুলি এবং ৪টি বোমা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement