ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় বিমানবন্দরে গ্রেফতার একই পরিবারের তিন সদস্য

ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল তিন জনকে। পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম অমিত সরকার, তাঁর স্ত্রী মিতা সরকার ও মা মীরা সরকার। তাঁরা মুম্বইয়ের বাসিন্দা। মঙ্গলবার মুম্বই পুলিশ অভিযুক্তদের ব্যারাকপুর আদালতে পেশ করার পরে মুম্বই নিয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৪ ১৮:১০
Share:

ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল তিন জনকে। পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম অমিত সরকার, তাঁর স্ত্রী মিতা সরকার ও মা মীরা সরকার। তাঁরা মুম্বইয়ের বাসিন্দা। মঙ্গলবার মুম্বই পুলিশ অভিযুক্তদের ব্যারাকপুর আদালতে পেশ করার পরে মুম্বই নিয়ে যায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের কর্পোরেশন ব্যাঙ্ক থেকে ২০০৯ সালে প্রায় ১৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন অমিতবাবুরা। পরে তা ফেরত না দিয়েই পালিয়ে যান পরিবারের তিন জন।

কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এমিরেটস-এর বিমানে দুবাই থেকে কলকাতা আসেন ওই তিন যাত্রী। বিমানবন্দরে অভিবাসন দফতরের অফিসারেরা তাঁদের পাসপোর্ট পরীক্ষা করতে গিয়ে দেখেন, তিন জনের বিরুদ্ধেই সতর্কবার্তা রয়েছে। তিন জনকে আটক করা হয়। কিন্তু কেন তাঁদের নামে সতর্কবার্তা, সে সম্পর্কে এখানকার পুলিশের কোনও ধারণা ছিল না। রাতে ওই তিন জনকে বিমানবন্দর থানায় পাঠিয়ে দেওয়া হয়। পরে জানা যায়, মুম্বই-এর ওই ব্যাঙ্ক জালিয়াতির মামলা ২০১৪ সালের জুন মাসে সিবিআই হাতে নেয়। তার পরেই ওই তিন জনের নামে দেশের সব বিমানবন্দরে সতর্ক বার্তা জারি করে সিবিআই। যাতে তাঁরা কোনও ভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন। অথবা বিদেশে চলে গেলে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই যাতে ধরা পড়েন। শেষে সেই সতর্কবার্তী পাঁচ বছর পরে ধরিয়ে দিল অমিতবাবুদের। সিবিআই-এর সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার সময়ে যে নথি অমিতবাবুরা জমা দেন, ব্যাঙ্কের অভিযোগ তা সমস্তই জাল। তা ছাড়া টাকাও ফেরত দেননি তাঁরা। এই সংক্রান্ত যাবতীয় নথি রাতে মুম্বই থেকে ফ্যাক্স-এ থানায় পাঠিয়ে দেয় সিবিআই। যার ভিত্তিতে মঙ্গলবার সকালে আদালতে তোলা হয় ওই তিন জনকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement