কলকাতা পুরসভা

বাম তালিকায় ঢালাও নতুন মুখ, মহিলায় টেক্কা তৃণমূলকে

নতুন মুখ সামনে এনেই কঠিন লড়াইয়ের মোকাবিলায় নামল বামফ্রন্ট। কলকাতা পুরসভার জন্য বাম প্রার্থী তালিকায় এ বার নতুন মুখেরই প্রাধান্য। কলকাতার ১৪৪টির মধ্যে ১২৫টি ওয়ার্ডের যে তালিকা প্রথম দফায় বামেরা প্রকাশ করেছেন, তার মধ্যে ৫০%-এর বেশি এমন প্রার্থী আছেন, যাঁরা আগে প্রতিদ্বন্দ্বী ছিলেন না। মহিলা মুখের সংখ্যাতেও এ বার তৃণমূলকে ছাপিয়ে যাচ্ছে বামেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৫ ১৯:৪৫
Share:

নতুন মুখ সামনে এনেই কঠিন লড়াইয়ের মোকাবিলায় নামল বামফ্রন্ট। কলকাতা পুরসভার জন্য বাম প্রার্থী তালিকায় এ বার নতুন মুখেরই প্রাধান্য। কলকাতার ১৪৪টির মধ্যে ১২৫টি ওয়ার্ডের যে তালিকা প্রথম দফায় বামেরা প্রকাশ করেছেন, তার মধ্যে ৫০%-এর বেশি এমন প্রার্থী আছেন, যাঁরা আগে প্রতিদ্বন্দ্বী ছিলেন না। মহিলা মুখের সংখ্যাতেও এ বার তৃণমূলকে ছাপিয়ে যাচ্ছে বামেরা।

Advertisement

কলকাতার সিপিএম এবং অন্যান্য বাম শরিক দলের নেতৃত্বকে পাশে নিয়ে রবিবার আলিমুদ্দিনে কলকাতা পুরসভার জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তৃণমূলের সার্বিক প্রার্থী তালিকায় এ বার মহিলা আছেন ৬৬ জন। বামেদের প্রথম দফায় ঘোষিত ১২৫ জনের মধ্যে ৬৭ জনই মহিলা। তালিকায় রয়েছেন ধর্মীয় সংখ্যালঘু ২৩ জন, ভাষাগত সংখ্যালঘু ২১ জন।

প্রার্থী তালিকায় সিপিএমের পরিচিত কাউন্সিলর হিসাবে সুধাংশু শীল, রূপা বাগচি, রাজীব বিশ্বাস, ঝুমা দাস, দীপু দাসদের নাম রয়েছে। শরিকদের মধ্যে সিপিআইয়ের মৌসুমী দাস, আরএসপি-র প্রাক্তন ডেপুটি মেয়র কল্যাণ মুখোপাধ্যায়দের মতো কাউন্সিলরেরাও প্রার্থী হয়েছেন। কলকাতা পুরসভার মধ্যে বামেদের তরফে যে অংশের দায়িত্ব দক্ষিণ ২৪ পরগনা জেলা নেতৃত্বের হাতে, তাঁদের মতামত নিয়ে বাকি তালিকা দিনদুয়েকের মধ্যে ঘোষণা হয়ে যাবে বলেই বিমানবাবু জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement