বিধানসভায় বিরোধীদের ওয়াকআউট

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৪ ১৫:২৭
Share:

বিধানসভায় দফাওয়াড়ি বাজেট অধিবেশন শুরু হওয়ার পর প্রথম কাজের দিনেই অধিবেশন কক্ষ থেকে সাময়িক ভাবে ওয়াকআউট করলেন বিরোধীরা। এ বারের অধিবেশন শুরু হয়েছে শুক্রবার। সে দিন শোকপ্রস্তাব নেওয়ার পর অধিবেশন মুলতুবি হয়ে গিয়েছিল। সোমবারই ছিল অধিবেশনের প্রথম কাজের দিন। অধিবেশনের প্রথমার্ধে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ভোটের পর বিভিন্ন জেলায় সন্ত্রাসের অভিযোগ নিয়ে আলোচনা চেয়েছিলেন বামফ্রন্টের বিধায়কেরা। কিন্তু অনুমতি না মেলায় কিছু ক্ষণের জন্য তাঁরা ওয়াকআউট করেন।

Advertisement

আর এক বিরোধী দল কংগ্রেস এ দিন কেন্দ্রীয় ভাবে অনলআইন-এ ভর্তির ঘোষণা করার দাবি তোলে। সরকার পক্ষ দাবি না মানায় তারাও সাময়িক ভাবে ওয়াকআউট করে। পরে দ্বিতীয়ার্ধে বিল নিয়ে আলোচনায় অবশ্য বিরোধীরা অংশগ্রহণ করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement