ফের নিশানায় রাষ্ট্রপুঞ্জের স্কুল, হত ১০

ফের আক্রমণ হল রাষ্ট্রপুঞ্জের স্কুলে। রাফায় রাষ্ট্রপুঞ্জের একটি স্কুলের কাছে ইজরায়েলি গোলাবর্ষণে ১০ জন প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে রবিবার সকাল থেকে ইজরায়েলের হামলায় ৩০ জনের প্রাণ গিয়েছে। ইজরায়েল সেনার তরফে জানান হয়েছে, তারা স্কুল বাড়িতে হামলার বিষয়টি তদন্ত করে দেখছে। পাশাপাশি অবশেষে হামাসের দাবিই মেনে নিল ইজরায়েল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৪ ১৮:১৭
Share:

ইজরায়েলি বিমান হানার পরে গাজার উত্তরাঞ্চল। ছবি: রয়টার্স।

ফের আক্রমণ হল রাষ্ট্রপুঞ্জের স্কুলে। রাফায় রাষ্ট্রপুঞ্জের একটি স্কুলের কাছে ইজরায়েলি গোলাবর্ষণে ১০ জন প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে রবিবার সকাল থেকে ইজরায়েলের হামলায় ৩০ জনের প্রাণ গিয়েছে। ইজরায়েল সেনার তরফে জানান হয়েছে, তারা স্কুল বাড়িতে হামলার বিষয়টি তদন্ত করে দেখছে। পাশাপাশি অবশেষে হামাসের দাবিই মেনে নিল ইজরায়েল। তবে যুদ্ধবিরতি নিয়ে নয়। শনিবার, সারা দিন তল্লাশির পরে নিজেদের ‘অপহৃত’ সেনা হাদার গোল্ডইনকে মৃত বলেই ঘোষণা করল ইজরায়েল। শুক্রবার, অপহরণের অভিযোগ অস্বীকার করে হামাস প্রায় একই দাবি করেছিল।

Advertisement

শুক্রবার, রাষ্ট্রপুঞ্জ ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ ভাবে ৭২ ঘণ্টার জন্য গাজায় যুদ্ধবিরতির ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতি শুরু হওয়ার দু’ঘণ্টার মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। ইজরায়েল ও হামাস— দু’পক্ষই যুদ্ধবিরতি ভাঙার জন্য একে অপরকে দায়ী করে। একই সঙ্গে ইজরায়েল ঘোষণা করে রাফায় তাদের এক সেনা, হাদার গোল্ডইনকে অপহরণ করেছে হামাস। হামাস এ দাবি উড়িয়ে দিয়ে জানায়, রাফায় একটি সংঘর্ষের সময়ে ওই সেনার মৃত্যু হয়েছে। আজ এই দাবি মেনে ইজরায়েল জানিয়েছে রাফায় হামাসের একটি সুড়ঙ্গে অভিযান চালানোর সময়ে আত্মঘাতী আক্রমণের সম্মুখীন হয় হাদার গোল্ডইন ও তাঁর সঙ্গীরা। সেখানে দুই সঙ্গী-সহ তাঁর মৃত্যু হয়। রবিবার, ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এবং সেনার প্রধান রবাই ইজরায়েলের কাফার সাবায় হাদারের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে মৃত্যুর খবর দেন।

রাষ্ট্রপুঞ্জের ত্রাণ ও পুনর্বাসন এজেন্সি সূত্রে খবর, গাজায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। পরিস্রুত পানীয় জল এবং নিকাশি ব্যবস্থার অভাবে নানা জলবাহিত ও ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে তারা। এর ফলে মহামারীও হতে পারে। একই সঙ্গে গাজায় মৃতের তালিকাও বেড়ে হয়েছে ১৭৪০। আহত ৯০৮০ জন। প্রায় ৫ লক্ষ বাসিন্দা ঘর ছাড়া। আর গোল্ডইনকে নিয়ে মারা গিয়েছেন ৬৬ জন ইজরায়েলি।

Advertisement

ইজরায়েলি সেনা সূত্রে খবর, গাজায় তাদের পদাতিক বাহিনীর পুনর্বিন্যাস করা হচ্ছে। এ বার ‘অপারেশন প্রক্টেটিভ এজ’-এর দ্বিতীয় ধাপ শুরু হবে বলে জানা গিয়েছে। গাজার কয়েকটি জায়গার বাসিন্দারা জানাচ্ছেন, তাঁদের নিজেদের বাড়ি ফিরে যেতে বলেছে ইজরায়েলি সেনা। ইজরায়েলি ট্যাঙ্কের কয়েকটি কলমকে গাজা ছেড়ে আসতেও দেখা গিয়েছে। শনিবার রাতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এক যৌথ সাংবাদিক সম্মেলনে দীর্ঘ যুদ্ব চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। পাশাপাশি গাজায় ৩০টি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে বলে ইজরায়েলি সেনা জানিয়েছে। হামাস এখন পর্যন্ত ৩১২৭টি রকেট ছুড়েছে বলে ইজরায়েলি সেনার ট্যুইটার অ্যাকাউন্ট থেকে জানা গিয়েছে। আজকে হামাস ১৩টি রকেট ছুড়েছে।

অন্য দিকে, এ দিন প্যালেস্তাইনের এক প্রতিনিধি দল মিশরের কায়রো পৌঁছছেন। এই দলে ফাত্‌হা, হামাস ছাড়াও প্যালেস্তাইনের প্রায় সব পক্ষের প্রতিনিধিরা রয়েছেন। তাঁরা যুদ্ধ বিরতি নিয়ে মিশরের পাশাপাশি কাতার, তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন বলে মিশর সরকারের তরফে জানা গিয়েছে। তবে ইজরায়েল ও হামাস দু’পক্ষই এখনও তাদের দাবিতে অনড় রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement