ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন ওড়িশার কন্ধমাল ও ফুলবনি লোকসভা কেন্দ্রের অধিকাংশ আদিবাসী। তাঁদের অভিযোগ, জীবনধারণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম পরিবেষাই মেলে না। শিক্ষা, পানীয় জল, বিদ্যুত্ বা স্বাস্থ্য পরিষেবা না-মিললে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটকে তা-ই প্রশাসনের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান তাঁরা। বিলাবন্দি, দাঙ্গা, শ্রাবা, মল্লিকপাড়া, শামাপাজু, বিরিগারা-সহ পাঁচটি গ্রামের পাঁচ হাজারেরও বেশি ভোটারের অভিযোগ, স্থানীয়দের সমস্যা নিয়ে এখনও উদাসীন ওড়িশা সরকার। স্থানীয় আদিবাসী নেতা প্রদীপ মল্লিকের অভিযোগ, “বহু বছর ধরেই আমাদের ইচ্ছে করে অবহেলা করা ও ঠকানো হয়েছে। কোনও বিধায়ক বা সাংসদ আমাদের এলাকায় আসেননি। সরকারি আধিকারিকরা-ও এ সব জায়গায় পা দেননি।”
একই রকম ভাবে, রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগে বাল্লিগুরা বিধানসভা কেন্দ্রের আদিবাসী অধ্যুষিত পাঁচটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ছ’হাজার ভোটারও ভোট বয়কটের হুমকি দিয়েছেন। এই এলাকার আদিবাসী নেতা বংশীধর মল্লিক, সনাতন মল্লিক ও পুরন্দর মল্লিকেরা জানান, এলাকায় উন্নয়নে ক্রমাগত অবহেলার কারণেই এই সিদ্ধান্ত।
কন্ধমালের জেলাশাসক এন থিরুমালা নায়েক বলেন, পরিষেবা নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের কথা তিনি জানেন। তাঁর আশ্বাস, শীঘ্রই তাঁদের অভিযোগের সুরাহা করা হবে।