দক্ষিণ-পূর্ব পাকিস্তানের সুক্কুর প্রদেশে পথ দুর্ঘটনায় মহিলা ও শিশু-সহ ৪২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু যাত্রী। রবিবার সুক্কুরের পানো আকিল এলাকার জাতীয় সড়কে বাস ও ট্রেলরের সংঘর্ষের ফলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। ৬০ জন যাত্রী নিয়ে একটি বাস এ দিন দেরা গাজি থেকে করাচি যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাস চালক উল্টো দিক থেকে আসা একটি ট্রেলরকে মুখোমুখি ধাক্কা মারে। এর ফলে বাসটি ভেঙে প্রায় চুরমার হয়ে যায়। ভিতরে আটকে পড়েন বহু যাত্রী। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় পুলিশকর্মী ও উদ্ধারকারী দল। তাঁরা বাসের বিভিন্ন অংশ কেটে ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন বলে জানা গিয়েছে। তবে ৪২ জনকে মৃত্যুর কবল থেকে বাঁচানো যায়নি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই দুর্ঘটনায় মৃতদের জন্য শোকজ্ঞাপন করেছেন।