হরতাল চলছে ঢাকায়। ছবি: এএফপি।
মানবতা বিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামির মৃত্যুদণ্ডের নির্দেশের প্রতিবাদে বাংলাদেশ জুড়ে তিন দিন ধরে হরতালের ডাক দিয়েছে জামাতে ইসলামি। বৃহস্পতিবার ছিল প্রথম দিন। এ দিন বাংলাদেশের কয়েকটি জায়গা থেকে গোলমালের খবর এলেও বড় আকারের গোলমাল বা নাশকতার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বাংলাদেশের প্রশাসন।
রাজশাহীতে হরতালের সময়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জামাতের কর্মীরা। তিনটি জায়গায় রাস্তা অবরোধের চেষ্টা হয়। রাজশাহীর ডিঙাডোবা, শালবাগান এলাকায় পুলিশের সঙ্গে জামাতের কর্মীদের বড়সড় সংঘর্ষ ঘটে। পুলিশের গাড়ি লক্ষ করে ইট-পাটকেল ছোড়া হয়। এই সব ঘটনায় বেশ কয়েক জন জামাত নেতা ও কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঝামেলা হয় ঢাকাতেও। ঢাকার শ্যামপুরে একটি বাসে আগুন লাগানো হয়। তবে বাসটিতে কোনও যাত্রী না থাকায় হতাহতের কোনও খবর নেই। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাজারিবাগের একটি বাড়ির সামনে থেকে আটটি বোমা উদ্ধার হয়।
হরতাল বিরোধীরাও রাস্তায় নেমেছিলেন। ঢাকার শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত মিছিল করে হরতাল প্রত্যাখানের দাবি তোলে গণজাগরণ মঞ্চ। মিছিল শেষে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার হরতাল প্রত্যাখ্যান ও প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি, নিজামির ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানান ইমরান। হরতালের প্রতিরোধে শুক্রবারও মিছিল হবে বলে জানান তিনি।
রবিবার জামাতের আর এক নেতা মীর কাসেম আলির মামলার রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামাতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ ও নির্যাতনের ১৪টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।