দিনহাটায় সিপিএমের দলীয় দফতরে আগুন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৪ ১৭:৪১
Share:

পোড়া পার্টি অফিস দেখছেন বিধায়ক অক্ষয় ঠাকুর। ছবি: হিমাংশুরঞ্জন দেব।

ভোটের আগে কোচবিহারে পুড়ল সিপিএমের পার্টি অফিস। শনিবার ভোরে কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে সিপিএমের লোকাল কমিটির অফিসে আগুন ধরে যায়। পার্টি অফিস থেকে ধোঁয়া বেরোতে দেখে দরজা ভেঙে ভিতরে ঢুকে আগুন নেভান দলের কর্মীরা। অগ্নিকাণ্ডের জেরে অফিসের টেবিল চেয়ার-সহ অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে বলে অভিযোগ সিপিএমের। তাঁদের অভিযোগ, কার্যালয়ের পিছনের দরজা ভেঙে ঢুকে তৃণমূলের দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তারাপদ বর্মন বলেন, ‘‘পার্টি অফিসে আগুন লাগিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরাই। এলাকায় আতঙ্ক তৈরির জন্য এই কাজ করেছে তৃণমূল।’’ অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, ঘটনার পিছনে তৃণমূলের কোনও হাত নেই। সিপিএম মিথ্যা অভিযোগ আনছে। হতাশা ঢাকতে তারা নিজেরাই দরজা ভেঙে আগুন লাগিয়ে পালিয়ে গিয়েছে বলেও অভিযোগ তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement