সারদা কাণ্ড

তদন্তকে ‘প্রভাবিত’ করার অভিযোগ, সরানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে

সারদা কাণ্ডে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহের গ্রেফতারি আটকাতে ফোনে তদ্বির করার অভিযোগে সরানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামীকে। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে তদন্তকে প্রভাবিত করার অভিযোগ প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তড়িঘড়ি বুধবার সকালে অনিলবাবুকে প্রধানমন্ত্রীর দফতরে ডেকে পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। স্বরাষ্ট্র সচিবের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান তিনি। অনিলবাবুর সঙ্গে এক ঘণ্টা বৈঠকের পর নরেন্দ্র মোদীকে পুরো ঘটনার রিপোর্ট পাঠান রাজনাথ সিংহ।

Advertisement
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫০
Share:

অনিল গোস্বামী।

সারদা কাণ্ডে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহের গ্রেফতারি আটকাতে ফোনে তদ্বির করার অভিযোগে সরানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামীকে। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে তদন্তকে প্রভাবিত করার অভিযোগ প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তড়িঘড়ি বুধবার সকালে অনিলবাবুকে প্রধানমন্ত্রীর দফতরে ডেকে পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। স্বরাষ্ট্র সচিবের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান তিনি। অনিলবাবুর সঙ্গে এক ঘণ্টা বৈঠকের পর নরেন্দ্র মোদীকে পুরো ঘটনার রিপোর্ট পাঠান রাজনাথ সিংহ।

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, আগামী জুলাইয়ে তাঁর কাজের মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগেই ফোন কাণ্ডে তাঁকে সরিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, ইউপিএ জমানার এই আএইএস অফিসার এ দিন রাজনাথ সিংহের কাছে স্বীকার করেন, গত শনিবার মাতঙ্গ সিংহের গ্রেফতারির আগে সিবিআই আধিকারিকদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এ দিন অনিল গোস্বামীর সঙ্গে বৈঠকের পাশাপাশি এ নিয়ে সিবিআই ডিরেক্টর অনিল সিনহার সঙ্গেও কথা বলেন রাজনাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement