জল্পনার অবসান, অ্যাডিলেডেই হবে প্রথম টেস্ট

কোথায় হবে? বা আদৌ হবে কি না!— ফিল হিউজের আকস্মিক মৃত্যুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট নিয়ে এই জল্পনাই ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সোমবার চার টেস্টের দিন ক্ষণ এবং স্থান ঘোষণা করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এ দিন বোর্ড সূত্রে জানানো হয়, আগামী ৯ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হবে অ্যাডিলেডে। চার ম্যাচের এই টেস্ট সিরিজের দ্বিতীয়টি হবে ১৬ ডিসেম্বর ব্রিসবেনে, তৃতীয়টি ২৬ ডিসেম্বর মেলবোর্নে এবং শেষ ম্যাচটি ২০১৫-র ৬ জানুয়ারি শুরু হবে সিডনিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৪ ১৭:৪৮
Share:

অ্যাডিলেড ওভাল স্টেডিয়াম।

কোথায় হবে? বা আদৌ হবে কি না!— ফিল হিউজের আকস্মিক মৃত্যুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট নিয়ে এই জল্পনাই ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সোমবার চার টেস্টের দিন ক্ষণ এবং স্থান ঘোষণা করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এ দিন বোর্ড সূত্রে জানানো হয়, আগামী ৯ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হবে অ্যাডিলেডে। চার ম্যাচের এই টেস্ট সিরিজের দ্বিতীয়টি হবে ১৬ ডিসেম্বর ব্রিসবেনে, তৃতীয়টি ২৬ ডিসেম্বর মেলবোর্নে এবং শেষ ম্যাচটি ২০১৫-র ৬ জানুয়ারি শুরু হবে সিডনিতে।

Advertisement

আগামী ৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল। এ পর্যন্ত সব ঠিকই ছিল। সেই মতো কোহলিরাও পৌঁছে গিয়েছিলেন ব্রিসবেনে। কিন্তু গত ২৫ নভেম্বর শেফিল্ড কাপে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় শন অ্যাবটের বাউন্সার তাঁর কানের পিছনে লেগে কৃত্রিম কোমায় চলে যান দক্ষিণ অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিল হিউজ। এক দিন পর অর্থাত্ ২৭ নভেম্বর তাঁর মৃত্যু হয়। হিউজের আকস্মিক মৃত্যুতে গোটা বিশ্বে নেম আসে শোকের ছায়া। অস্ট্রেলীয় ক্রিকেটারদের অনেকেই মানসিক ভাবে ভেঙে পড়েন। এ রকম অবস্থায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও খেলোয়াড়দের পাশে দাঁড়ায়। সংশয় শুরু হয় প্রথম টেস্ট খেলা নিয়ে। অবশেষে সেই সংশয় কাটল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement