জানলার গ্রিল কেটে চুরি সল্টলেকে

আবার চুরির ঘটনা ঘটল সল্টলেকে। ঘটনাটি ঘটেছে সল্টলেকের এফসি ব্লকের একটি বাড়িতে। পুলিশ সূত্রে খবর, বাড়ির মালিক অমিয় ভট্টাচার্য এখন সস্ত্রীক লখনউতে মেয়ের বাড়িতে। আর ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে বাড়ির জানলার গ্রিল কেটে বাড়িতে ঢুকে লুঠপাঠ চালিয়েছে চোরেরা। শুক্রবার ভোরে অমিয়বাবুর প্রতিবেশী অনিরুদ্ধ ধর দেখেন, ওই বাড়িটির জানলার গ্রিল কাটা। সঙ্গে সঙ্গে তিনি বিধাননগর(দক্ষিণ) থানায় খবর দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৪ ১৮:২০
Share:

আবার চুরির ঘটনা ঘটল সল্টলেকে। ঘটনাটি ঘটেছে সল্টলেকের এফসি ব্লকের একটি বাড়িতে। পুলিশ সূত্রে খবর, বাড়ির মালিক অমিয় ভট্টাচার্য এখন সস্ত্রীক লখনউতে মেয়ের বাড়িতে। আর ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে বাড়ির জানলার গ্রিল কেটে বাড়িতে ঢুকে লুঠপাঠ চালিয়েছে চোরেরা। শুক্রবার ভোরে অমিয়বাবুর প্রতিবেশী অনিরুদ্ধ ধর দেখেন, ওই বাড়িটির জানলার গ্রিল কাটা। সঙ্গে সঙ্গে তিনি বিধাননগর(দক্ষিণ) থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, বাড়ির একটি আলমারি ভাঙা, আর একটি আলমারি খোলা, বাড়ির বেশির ভাগ জিনিসপত্রের লণ্ডভণ্ড অবস্থা। তবে অমিয়বাবু এখানে না থাকায় কী কী জিনিস চুরি গিয়েছে তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তরফ থেকেও অমিয়বাবুর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা ব্যবস্থা। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় পুলিশি নজরদারি এখনও যথেষ্ট নয়। ব্লকের মোড়গুলিতে পুলিশের পেট্রোল ভ্যান থাকলেও ব্লকের বেশির ভাগ গলিতেই পুলিশি নজরদারি নেই বললেই চলে। এফসি ব্লকের সেক্রেটারি শুভাশিস ঘোষ জানান, ব্লকে নৈশ প্রহরার ব্যবস্থা রয়েছে। তবে চুরি ঠেকাতে এলাকার বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানোর কথাও ভাবা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement