রেললাইনের পাশ থেকে মঙ্গলবার সকালে উদ্ধার হয়েছিল ছাত্রীটির দেহ। পরিবারের অভিযোগ ছিল তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরই প্রতিবাদে বুধবার জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লক জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দেয় ছাত্র সংগঠন এসএফআই এবং ডিএসও। তাদের অভিযোগ, ওই ছাত্রীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।
সোমবার রাত থেকেই নিখোঁজ ছিল ওই ছাত্রী। ওই দিন স্থানীয় তৃণমূল নেতাদের ডাকা এক সালিশি সভায় তাঁর বাবাকে ডেকে মারধর করা হয় বলে অভিযোগ। সেই সময় প্রতিবাদ করেন ওই ছাত্রী। ওই রাত থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর পরে মঙ্গলবার সকালে তার পোশাকহীন দেহ উদ্ধার হয় রেললাইনের পাশ থেকে। দেহ উদ্ধারের পর ওই কিশোরীর বাবা অভিযোগ করেন তাঁর মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিনি ১৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন। বুধবার ওই ছাত্রীর দেহের ময়নাতদন্ত হয়।