চার ধাম যাত্রা শুরু হবে ২ মে

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৪ ২২:৫৩
Share:

অক্ষয় তৃতীয়া উপলক্ষে আগামী ২ মে দুপুর বারোটায় আনুষ্ঠানিক ভাবে চার ধাম যাত্রা শুরু হবে। গঙ্গোত্রী দিয়ে শুরু হবে ওই যাত্রা।

Advertisement

চলতি বছরে চার ধাম দর্শনের যাত্রা শুরু করতে এই পুণ্য লগ্ন বেছে নিয়েছেন গঙ্গোত্রী মন্দির কমিটি। সোমবার চৈত্র শুক্ল প্রতিপদ তিথিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিটি সূত্রে খবর। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় হিমালয়ের কোলে ১০ হাজার ফুট উঁচুতে গঙ্গোত্রী মন্দির অবস্থিত। চার ধামের আরও এক ধাম যমুনোত্রী খুলবে ওই একই দিনে। কিন্তু তার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি মন্দির কর্তৃপক্ষ। চার ধাম-এর অন্য দুই ধাম কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির খুলবে যথাক্রমে আগামী ৪ এবং ৫ মে। প্রতি বছরই শীতের সময় প্রায় ছয় মাসের জন্য কেদার, বদ্রী, গঙ্গোত্রী ও যমুনোত্রী—এই চার ধাম বন্ধ রাখা হয়। এপ্রিল-মে মাসে ফের তা তীর্থযাত্রীদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement