খয়রাশোলে বাইকে বিস্ফোরণ, মৃত চালক

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৪ ১২:১৪
Share:

নিয়ে যাওয়া হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও নিহতের দেহ। ছবি: দয়াল সেনগুপ্ত

বাড়ির সামনে বাইকটা চালু করার সময় হঠাত্ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই ছিন্নভিন্ন হয়ে গেল দেহ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোলে। মৃতের নাম গৌতম ভাঁড়ারি (৩১)।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, বাদুরিয়ায় সেতু নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী বহন করার কাজ করতেন গৌতমবাবু। পাশাপাশি এলাকার বেসরকারি কয়লাখনির জন্য ডিটোনেটরেরও যোগান দিতেন তিনি। বুধবার সেতুর কাজ সম্পূর্ণ হওয়ায় পর রাত সাড়ে ১০টা নাগাদ বাড়িতে ফিরে আসেন গৌতমবাবু। এর কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে বাইকটি ফের চালু করার সময় বাইকে রাখা ডিটোনেটর হঠাত্ই ফেটে যায়। প্রচণ্ড বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ভেঙে গুড়িয়ে যায় বাইকটিও।

স্থানীয় সূত্রে খবর, গঙ্গারামচকে একটি বেসরকারি কয়লাখনির জন্য ডিটোনেটর নিয়ে যাচ্ছিলেন তিনি। বাইকে ডিটোনেটর থাকার কথা স্বীকার করে পুলিশের প্রাথমিক অনুমাণ, বিস্ফোরণ ঘটেছে তা থেকেই। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে খয়রাশোল থানার পুলিশ। অবৈধ ভাবে রিস্ফোরক রাখা এবং তা বহন করার জন্য একটি মামলাও রুজু করা হয়েছে।

Advertisement

গৌতমবাবুর পরিবারের অবশ্য দাবি, অবৈধ বিস্ফোরক রাখার কাজে যুক্ত ছিলেন না তিনি। পরিকল্পনা করেই খুন করা করা হয়েছে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement