কর্তব্যরত হোমগার্ডদের মারধরের অভিযোগে গ্রেফতার তিন যুবক

কর্তব্যরত হোমগার্ডদের মারধরের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পার্ক ষ্ট্রিট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে রফি আহমেদ কিদওয়াই রোড এবং রিপন স্ট্রিটের সংযোগস্থলে একটি কিয়স্কে নাইট ডিউটি করছিলেন পার্ক ষ্ট্রিট থানার দুই হোমগার্ড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৪ ১৭:৪৪
Share:

কর্তব্যরত হোমগার্ডদের মারধরের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পার্ক ষ্ট্রিট এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে রফি আহমেদ কিদওয়াই রোড এবং রিপন স্ট্রিটের সংযোগস্থলে একটি কিয়স্কে ডিউটি করছিলেন পার্ক ষ্ট্রিট থানার দুই হোমগার্ড। অভিযোগ, রাত্রি একটা নাগাদ একটি গাড়িতে করে তিন যুবক ওই জায়গায় আসে। গাড়ি থেকে নেমে কিয়স্কের গায়ে প্রস্রাব করে তারা। এই সময়ে কর্তব্যরত দুই হোমগার্ড তাদের বাধা দিলে তারা পুলিশকর্মীদের গালিগালাজ এবং মারধর করে।

খবর পেয়ে এক কনস্টেবল ঘটনাস্থলে পৌঁছন। তিনি যুবকদের শান্ত করার চেষ্টা করেন। অভিযোগ, তখন ওই দুই হোমগার্ডকে ছেড়ে তিন জনে মিলে কনস্টেবলকে মারতে শুরু করে। খবর পেয়ে বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন পার্ক ষ্ট্রিট থানার এক পুলিশ কর্তা। তিনি ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করে থানায় নিয়ে যান।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন যুবকের নাম সরফরাজ খান (২১), মহম্মদ সাব্বির (২৪) এবং জাহিদ খান (২৫)। এদের দু’জন মারকুইট স্ট্রিটের এবং এক জন একবালপুরের বাসিন্দা। গ্রেফতারের পর ওই তিন যুবক শাসক দলের প্রভাবশালী নেতা এবং মন্ত্রীদের নাম করে শাসাতে থাকে পুলিশকে বলে অভিযোগ। দেখে নেওয়ারও হুমকি দেয় তারা।

বুধবার দুপুরে ব্যাঙ্কশাল কোর্টে অভিযুক্তদের তোলা হয়। আদালত তাঁদের ৯ দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement