কোপেনহাগেনে বন্দুকবাজের হামলায় মৃত ১, আহত ৩ পুলিশকর্মী

কোপেনহাগেনের এক বিতর্ক সভায় হামলা চালাল এক দল বন্দুকবাজ। রবিবার সকালে ওই হামলায় নিহত হন এক ব্যক্তি। আহত হয়েছেন তিন পুলিশকর্মী। পুলিশের অনুমান, বন্দুকবাজদের হামলার মূল লক্ষ্য ছিলেন বিখ্যাত সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিক্স। এ দিন কোপেনহাগেনের ক্রুটোনডেন সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামের উপর একটি বতর্ক সভা চলছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১৫
Share:

কোপেনহাগেনের এই সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালায় বন্দুকবাজরা। ছবি: রয়টার্স।

কোপেনহাগেনের এক বিতর্ক সভায় হামলা চালাল এক দল বন্দুকবাজ। রবিবার সকালে ওই হামলায় নিহত হন এক ব্যক্তি। আহত হয়েছেন তিন পুলিশকর্মী। পুলিশের অনুমান, বন্দুকবাজদের হামলার মূল লক্ষ্য ছিলেন বিখ্যাত সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিক্স। এ দিন কোপেনহাগেনের ক্রুটোনডেন সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামের উপর একটি বতর্ক সভা চলছিল। সেই সভায় উপস্থিত ছিলেন ওই সিউডিশ কার্টুনিস্ট। ২০০৭-এ হজরত মহম্মদকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন আঁকার সুবাদে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। পুলিশ জানিয়েছে, এ দিন ওই বিতর্ক সভায় আচমকাই ঢুকে পড়ে দুই বন্দুকবাজ। সভায় উপস্থিত ব্যক্তিদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তাদের বাধা দিতে গেলে তিন পুলিশকর্মী আহত হন। অন্য দিকে, বন্দুকবাজদের গুলিতে নিহত হন এক ব্যক্তি। তবে পাল্টা জবাবে এক বন্দুকবাজের মৃত্যু হয় বলে দাবি পুলিশের। ঘটনাচক্রে ওই বিতর্ক সভায় উপস্থিত ছিলেন ডেনমার্কের ফরাসি রাষ্ট্রদূত ফ্র্যোঙ্কোয়েজ জিমেরে। তবে তিনি সুরক্ষিত রয়েছেন বলেই জানিয়েছে প্রশাসন। জিমেরে ঘটনাস্থলে থেকে সংবাদ সংস্থাকে ফোনে জানান, বন্দুকবাজরা শার্লি এবদোর কায়দায় হামলা চালানোর চেষ্টা করেছিল। কিন্তু সফল হয়নি। ডেনমার্কের প্রধানমন্ত্রী হেল থর্নিং স্মিডস্ট এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি, এই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ বলেও বর্ণনা করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement