কাঁথি গণধর্ষণ-কাণ্ডে গ্রেফতার ৩

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৪ ১১:২২
Share:

কাঁথিতে সিপিএম কর্মীর স্ত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগে সোমবার রাতে গ্রেফতার করা হয় তিন জনকে। ধৃতেরা হলেন স্বপন জানা, চন্দন জানা এবং মানিকলাল গিরি। ওই ঘটনায় অভিযোগের তির শাসক দলের দিকে থাকলেও, জেলার তৃণমূল বিধায়ক দিব্যেন্দু অধিকারী অবশ্য দাবি করেন ধৃতদের সঙ্গে দলের কোনও যোগ নেই। মঙ্গলবার ধৃত তিন জনকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

সোমবার কাঁথির সুনিয়া গ্রামে এক সিপিএম কর্মীর স্ত্রীকে গণধর্ষণ করে তাঁর বাড়িরই একটি ঘরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দেবাশিস ভুঁইয়া-সহ ১২ জনের নামে অভিযোগ দায়ের করেন মৃতের স্বামী। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার দাবিতে সোমবার রাতে মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা কাঁথি থানার সামনে বিক্ষোভ দেখান। পরে পুলিশ সুপার দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। অভিযুক্তদের তল্লাশিতে আশপাশের থানাগুলিকেও সতর্কবার্তা পাঠানো হয়। ১২ জন অভিযুক্তের মধ্যে ওই রাতেই তিন জনকে গ্রেফতার করা হয়। বাকি ন’জন এখনও পলাতক বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement